NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১৬, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

মার খাননি ‘টাইগা্র রবি’!


খবর   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:২২ এএম

মার খাননি ‘টাইগা্র রবি’!

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, কোমরে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন রবিউল ইসলাম রবি নামে বাংলাদেশ দলের এক সমর্থক। নাজমুল হোসেন, মুশফিকুর রহিমদের খেলা গ্যালারিতে বসে দেখতে  ভারতের কানপুরে অবস্থান করছেন তিনি। গতকাল সেখানে ভারত বনাম বাংলাদেশের মধ্যকার চলমান দ্বিতীয় টেস্টের প্রথম দিনে স্থানীয় সমর্থকদের হাতে পিটুনির শিকার হয়েছেন বলে প্রথমে অভিযোগ করেন ‘টাইগার রবি’ নামে পরিচিত এই দর্শক। তবে সেই অভিযোগ  যেমন উড়িয়ে দিয়েছেন কানপুরের এসিপি অভিষেক পান্ডে, তেমনি রবিও জানিয়েছেন, তিনি আসলে অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলেন।

 

টেস্টের প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতির মধ্যে ভারতের কিছু সমর্থক যেচেপড়ে শুরুতে কথা কাটাকাটি এবং পরে পেছন থেকে কোমরে ঘুষি দেন বলে অভিযোগ করেন রবি। তবে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে এমন কোনো অভিযোগের সত্যতা পায়নি কানপুর পুলিশ। পরে এক ভিডিও বার্তায় এসিপি অভিষেক বলেন, ‘সে শরীরে  পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েছিল। পুলিশ ও মেডিক্যাল সাপোর্ট টিম তাঁকে জরুরি ভিত্তিতে সহায়তা করেছে।

তাঁর অভিযোগ পুরোটাই অসত্য। কোনো ভক্ত তাঁকে মারধর করেনি।’

 

পরে আরেক ভিডিওতে দেখা যায়, রবি নিজেও শারীরিক অসুস্থতার কথা স্বীকার করেছেন, ‘আমার শরীর খারাপ হওয়ায় পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে আসে। এখন আমি ভালো আছি।