NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১৬, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

বৃষ্টির কারণে আগেভাগেই শেষ প্রথম দিনের খেলা


খবর   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৫১ পিএম

বৃষ্টির কারণে আগেভাগেই শেষ প্রথম দিনের খেলা

আলো স্বল্পতা ও বৃষ্টির কারণে খেলা সায়য়িক বন্ধ ছিল খেলা। কিন্তু বৃষ্টি না থামায় এবং চারপাশ অন্ধকার হয়ে আসায় ৩৫ ওভারের পর আর আগানো যায়নি। প্রথম দিনের খেলা বন্ধ ঘোষণা করেন আম্পায়াররা। প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান।

 

দ্বিতীয় সেশনে মেঘের কারণে গ্রিন পার্ক স্টেডিয়ামের চারপাশটা বেশ অন্ধকার হয়ে আসে। আলোর স্বল্পতায় ৩৫তম ওভার শেষে আম্পায়াররা তাই খেলা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিলে ড্রেসিংরুমে ফিরে যায় দুই দলই। পরে কিছুক্ষণ পর শুরু হয় বৃষ্টি। 

এর আগে ২ উইকেটে ৭৪ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর অশ্বিনের বলে এলবিডব্লু হয়ে ফিরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

 

৮০ রানে তিন উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ৩৭ বলে ২৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে মুমিনুল ও মুশফিক মিলে শত রান পার করেন। মুমিনুল ৪০ রানে ও মুশফিক ৬ রানে অপরাজিত রয়েছেন।

ভারতের হয়ে ২ উইকেট নেন পেসার আকাশ দীপ।

১টি উইকেট অশ্বিনের।