NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১৬, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

কোহলি নন, শচীনের রেকর্ড ভাঙবে রুট


খবর   প্রকাশিত:  ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ০২:০৪ এএম

কোহলি নন, শচীনের রেকর্ড ভাঙবে রুট

ওয়ানডেতে শচীন টেন্ডুলকারের (৪৯) সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিয়েছেন বিরাট কোহলি। প্রথম ক্রিকেটার হিসেবে ৫০ সেঞ্চুরি করেছেন ভারতীয় ব্যাটার। তার দুর্দান্ত ছন্দের কারণে মনে করা হয় শচীনের আরো বেশ কিছু রেকর্ড ভাঙবেন তিনি।

সেই রেকর্ডের মধ্যে আছে টেস্টে শচীনের করা সর্বোচ্চ রানও।

পূর্বসূরির এই রেকর্ড ভাঙবেন বলেই অনেক মনে করেন। তবে অনেকের সঙ্গে নিজেকে রাখেননি ব্র্যাড হগ। তার মতে, কিংবদন্তি ব্যাটারের রানের রেকর্ড ভাতে পারবেন না কোহলি। নিজের ইউটিউব চ্যানেলে এমনটাই জানিয়েছেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার।

 

হগ বলেছেন, ‘মনে করি না, বিরাট এখন রেসে আছে। সে তার মোমেন্টাম হারিয়েছে। গত কয়েক বছর ধরেই সে এটা হারিয়েছে। পরের ১০ টেস্টে ঘুরে দাঁড়াতে না পারলে সে বাদ পড়তে যাচ্ছে।

 

ভুল বলেননি হগ। শচীন-কোহলির রানের পার্থক্য যে এখন ঢের। ২৯ সেঞ্চুরির মালিক কোহলির বর্তমান রান ১১৪ টেস্টে ৮৮৭১। অন্যদিকে ‘লিটল মাস্টার’ খ্যাত ভারতের সাবেক ব্যাটারের রান ২০০ টেস্টে ১৫৯২১। ৭০৫১ রানের পার্থক্য ঘোচাতে হলে আবারও অতিমানবীয় পারফরম্যান্স করতে হবে কোহলিকে।

তবে গোধূলিলগ্নে এসে কতটা পারবেন সেটাও নির্ভর করছে। বয়সটা যে বেড়ে ৩৫ বছরে দাঁড়িয়েছে।

 

তবে শচীনের রেকর্ড জো রুট ভাঙতে পারেন বলে জানিয়েছেন হগ। অস্ট্রেলিয়ার ‘চায়নাম্যান’ স্পিনার বলেছেন, ‘জো রুট ১৪৬ টেস্টে ১২০০০ রান (আসলে ১২৪০২) করেছে। শচীন ২০০ টেস্টে ১৬০০০ রানের কাছাকাছি। আমি মনে করি ৪০০০ রানের পার্থক্য সে ঘোচাতে পারে। এটা দেখার মতো কিছু হতে যাচ্ছে। চোখ রাখতে হবে, শচীনকে পেরিয়ে যাবে রুট।’