NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ৬, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

দেশে ইন্টারনেট সুবিধা বাড়াবে বিআইটিএল-এআরআরএ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৪৭ এএম

>
দেশে ইন্টারনেট সুবিধা বাড়াবে বিআইটিএল-এআরআরএ

দেশের প্রত্যন্ত এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট নেটওয়ার্ক বিস্তৃত করতে বিজনেস ইনফরমেশন টেকনোলজি লিমিটেড (বিআইটিএল) যুক্তরাষ্ট্রভিত্তিক এআরআরএ নেটওয়ার্কসের সঙ্গে একজোট হয়েছে। সাশ্রয়ী ওয়্যারলেস নেটওয়ার্ক অবকাঠামো তৈরিতে এটি যুগান্তকারী এক পদক্ষেপ হতে চলেছে।

প্রতিষ্ঠান দুইটি একসঙ্গে দেশের সব এলাকায় ইন্টারনেট সুবিধা বৃদ্ধি করবে। পাশাপাশি যারা এখনও ইন্টারনেট নেটওয়ার্কে যুক্ত হতে পারেনি, তাদেরও ইন্টারনেটের আওতায় আনবে। ফলে ডিজিটাল কানেক্টিভিটি আরও বাড়বে।

বিআইটিএল ও এআরআরএ বিশ্বাস করে, তাদের অল-ইন-ওয়াল সলিউশন বাংলাদেশ সরকারের ভিশন ২০৪১ অর্জনে সহায়ক হবে। কারণ, এই উদ্যোগের মাধ্যমে ২০২৫ সালের মধ্যে দেশের সব মানুষকে ইন্টারনেটের আওতায় আনা সম্ভব হবে।

প্রতিষ্ঠান দুইটি মনে করছে তাদের যৌথ উদ্যোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার বিশ্বব্যাপী উদিয়মান ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আদর্শ এক সমাধান। সবার কাছে তথ্য পৌঁছে দিতে ইন্টারনেট কানেক্টিভিটির প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেয় এই টেলিযোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠান দুইটি।

এআরআরএ-এর সমন্বিত নেটওয়ার্ক সলিউশন অবিলম্বে একটি উল্লেখযোগ্য ও স্থায়ী সমাধান দেবে বলে প্রতিষ্ঠানটি আশা প্রকাশ করছে। একইসঙ্গে দেশের প্রত্যন্ত এলাকা, ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে ৫জি রেডি নেটওয়ার্ক কভারেজ বিস্তৃত করবে। যাতে করে ডিজিটাল ইকোনমিতে বাংলাদেশ পৃথিকৃত হতে পারে।

বিদ্যমান অবকাঠামো এবং নেটওয়ার্ক সক্ষমতা ব্যবহার করে প্রযুক্তির সুবিধা এআরআরএ জনসংখ্যার বড় একটি অংশকে এগিয়ে নিয়ে যেতে চায়। যাতে করে স্কুল, সমাজ এবং গ্রামের মানুষ তথা সবাই ইন্টারনেটে সংযুক্ত হতে পারে।

প্রতিষ্ঠানটি বলছে, তাদের বহুমুখী উদ্ভাবনী বিস্তৃত প্রযুক্তি সুবিধাযুক্ত সলিউশন একটি তারবিহীন সমাধান। প্লে অ্যান্ড প্লে ফিচার সম্বলিত এই নেটওয়ার্ক প্রযুক্তি ফাইবার নেটওয়ার্ক, এলটিই, ডিএসএল এবং স্যাটেলাইট নেটওয়ার্কের সমন্বয়ে ইন্টারনেটকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে।

তাদের আগামীর উন্নত ইন্টারনেট নেটওয়ার্ক প্রযুক্তির সুবিধা জানিয়ে এআরআরএ বলছে, ‘আমাদের ইন্টারনেট নেটওয়ার্ক সলিউশন কম খরচে বিস্তৃত এলাকায় কাভারেজ সম্প্রসারণের একটি আদর্শ মডেল।’

এছাড়াও প্রতিষ্ঠানটি বিস্তীর্ণ নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সফটওয়্যার সুইট প্রদান করবে। একইসঙ্গে কার্যকর সিস্টেম পরিচালনার জন্য বহু-স্তরযুক্ত বিলিং সিস্টেম পরিচালনার সুবিধাও দেবে।

যুক্তরাষ্ট্রের এই টেলিযোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠানের ইন্টারনেট নেটওয়ার্ক বাংলাদেশে চালু হলে দুর্গম এলাকায় নেটওয়ার্ক পৌঁছানোর যে প্রতিবন্ধকতা রয়েছে, যেমন-নদী, পাহাড় এবং অন্যান্য প্রাকৃতিক প্রতিবন্ধকতা কাটিয়ে নেটওয়ার্ক কভারেজ বিস্তৃত করতে আদর্শ সমাধান হবে।

পাশাপাশি ট্রেন, মেট্রোরেল ইত্যাদি যানবাহনে ভ্রমণের সময় নেটওয়ার্ক পরিষেবা উপভোগ করা যাবে।

গত ২৯ মে থেকে ২ জুন পর্যন্ত বিআইটিএল এবং এআরআরএ তাদের উদ্ভাবনী নেটওয়ার্ক প্রযুক্তি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সামরিক বাহিনীর সামনে উপস্থাপন করেছে। দেশে এই শৈল্পিক ইন্টারনেট সলিউশন রোল আউট করতে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়েছে।