NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১৬, ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

ভারতের বিপক্ষে ফল নিয়ে চিন্তা করছেন না শান্ত


খবর   প্রকাশিত:  ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫৬ এএম

ভারতের বিপক্ষে ফল নিয়ে চিন্তা করছেন না শান্ত

ভারতের বিপক্ষে ফল নিয়ে ভাবছেন না নাজমুল হোসেন শান্ত। তবে রোহিত শর্মা-বিরাট কোহলিদের বিপক্ষে ভালো ক্রিকেট খেলার কথা জানিয়েছেন তিনি। আজ সংবাদ সম্মেলনে এমনটাই জানান বাংলাদেশের অধিনায়ক।

চেন্নাইয়ের সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন,‘পাকিস্তানের বিপক্ষে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি।

সেটি এখন অতীত। তবে যেটা বললেন, এটি আমাদের অনেক আত্মবিশ্বাস দিয়েছে। আমরা এখানে নতুন সিরিজ খেলতে এসেছি। আমাদের ড্রেসিং রুম বিশ্বাস করে, এখানে আমরা খুব ভালো ক্রিকেট খেলতে পারব।
আমরা ফলাফল নিয়ে ভাবছি না। প্রক্রিয়া অনুসরণের চেষ্টা করছি।’

 

ক্রিকেটাররা আগে আবেগপ্রবণ থাকলেও এখন তা নিয়ন্ত্রণ করতে পারেন বলে জানিয়েছেন শান্ত। বাংলাদেশের অধিনায়ক বলেছেন,‘অনেক ক্রিকেটার গত ১০-১৫ বছর ধরে খেলছে।

অনেক ক্রিকেটার অভিজ্ঞ হয়েছে। তাই আমরা এখন আর গত কয়েকবছর ধরে খুব বেশি আবেগপ্রবণ হয়ে যাই না। আমরা এখন নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারি। জিতে বা হেরে গেলে কী হবে তা নিয়ে চিন্তা না করে, ম্যাচের ব্যাপারে ভাবতে পারি। প্রতিটি ম্যাচে আমরা শতভাগ দেওয়ার চেষ্টা করি।
তাই আমাদের এখন শান্ত মনে হয় এবং প্রতিটি পরিকল্পনা অনুসরণ করার চেষ্টা করি।’

 

পিচ যাই হোক না কেন মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন শান্ত। তিনি বলেছেন,‘উইকেটের ব্যাপারে যতটুকু দেখে বুঝেছি, ভালো একটা উইকেট হবে। বেশি স্পিন না পেসনির্ভর, তা নিয়ে কথা বলতে চাই না। কালকে যত দ্রুত সম্ভব আমরা উইকেটটা মানিয়ে নেওয়ার চেষ্টা করব। আমাদের দলে স্পিন ও পেস- দুই দিক থেকে ভারসাম্য আছে। তাই এটা খুব বেশি চিন্তার কারণ হবে না।’

ভারতের বিপক্ষে দারুণ এক ম্যাচের প্রত্যাশা করছেন শান্ত। ২৬ বছর বয়সী বাঁহাতি ব্যাটার বলেছেন,‘তারা খুবই মানসম্পন্ন দল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ের প্রতিটি দিক তাদের স্বয়ংসম্পূর্ণ। তবে আমরা কন্ডিশন ও প্রতিপক্ষ নিয়ে ভাবছি না। নিজেদের নিয়ে চিন্তা করছি। আমরা যদি নিজেদের পরিকল্পনা অনুসরণ করে বাস্তবায়ন করতে পারি, তাহলে খুব ভালো ম্যাচ হবে।’