NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১৬, ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

মেসির বন্ধু বলেই আর্জেন্টিনার হয়ে খেলেন দি পল


খবর   প্রকাশিত:  ১১ সেপ্টেম্বর, ২০২৪, ১২:২৩ পিএম

মেসির বন্ধু বলেই আর্জেন্টিনার হয়ে খেলেন দি পল

আর্জেন্টিনার হয়ে ৭০ ম্যাচ খেলেছেন রদ্রিগো দি পল। আজ রাতে এস্তাদিও মেত্রপলিতানোতে যখন নামবেন সংখ্যাটা আরো বাড়বে। যোগ্যতা আছে বলেই তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে এতগুলো ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ডিফেন্সিভ মিডফিল্ডার।

দলের হয়ে জিতেছেন দুটি কোপা আমেরিকা ও সব ফুটবলারের আজন্ম স্বপ্ন বিশ্বকাপ।

নামের পাশে এত সব অর্জনের এক খেলোয়াড়কেই কিনা চিলির সাবেক এক ফুটবলার জানিয়েছেন, লিওনেল মেসির বন্ধু বলেই দি পল আর্জেন্টিনায় খেলার সুযোগ পান। দি পলের বিরুদ্ধে এমন স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন প্যাত্রিসিও মারডোনেস।

 

চিলির হয়ে ২৯ ম্যাচ মাঝমাঠ নিয়ন্ত্রণ করেছেন মাডোনেস। তিনদিন আগে ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে চিলিকে ৩-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা।

সেই ম্যাচ দেখার পর ১৯৯৫ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো মিডফিল্ডার দি পলকে নিয়ে টিএনটি স্পোর্টসকে বলেছেন, ‘রদ্রিগো দি পল নামে একজন বাজে খেলোয়াড় আছে। আর্জেন্টিনা-চিলির ম্যাচ দেখে আমি তাকে মাঠে বলতাম, বাহ, তুমি বাজে। সে সীমাবদ্ধ একজন খেলোয়াড় যে কঠোর পরিশ্রম করে। তার দুর্দান্ত সতীর্থ আছে যারা সীমাবদ্ধতা পূরণ করে।
আমি তাকে বলতাম, তুমি বাজে এবং মেসির বন্ধু বলেই খেলছ। দি পল নিয়ে আমার অনুভূতি সে অপ্রীতিকর একজন খেলোয়াড়।’

 

মেসির সঙ্গে দি পলের বন্ধুত্ব কারো অজানা নয়। জাতীয় দলের খেলার সময় আটবারের ব্যালন ডি অরের সঙ্গে সব সময় আতলেতিকো মাদ্রিদের মিডফিল্ডারকে দেখা যায়। অনেকে তো তাই মজা করে ৩০ বছর বয়সী খেলোয়াড়কে ‘বডিগার্ড’ বলেও মজা করেন।

সর্বশেষ ম্যাচে অবশ্য দি পল ৯০ মিনিট খেললেও আর্জেন্টিনার নিয়মিত অধিনায়ক ছিলেন না। চোটের কারণে আজকের রাতে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচেও স্কোয়াডে নেই মেসি।