NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১৬, ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ নারীদল


খবর   প্রকাশিত:  ১২ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩৪ পিএম

শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ নারীদল

বৃষ্টির কারণে প্রথম ওয়ানডেতে মাঠেই নামতে পারেনি বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী ‘এ’ দল। দ্বিতীয় ওয়ানডেতেও বেরসিক বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে শেষ পর্যন্ত ম্যাচ হয়েছে। আর তাতে শ্রীলঙ্কা সফর জয় দিয়ে শুরু করেছে রাবেয়া খানের দল।

 

দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা আজ ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচ ওয়ানডের হলেও ‍বৃষ্টির বাধায় ২০ ওভারের হয়েছে। ১১৪ রানের  লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। ব্যক্তিগত ১ রানের সময় রান আউটে কাটা পড়েন ওপেনার শামীমা সুলতানা।

তবে দ্বিতীয় উইকেটে ৭৪ রানের দুর্দান্ত জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন দিলারা আক্তার ও মুর্শিদা খাতুন। তবে ৩ রানের আক্ষেপ থেকে গেছে দিলারার। ২ ছক্কা ও ৩ চারের ইনিংসটি যে ৪৭ রানে থেমে গেছে তার।

 

সঙ্গীকে হারানো মুর্শিদাও দ্রুত আউট হয়ে যান।

দলীয় ৮২ রানের সময় ৩০ রানে আউট হন বাঁহাতি ব্যাটার। জয়ের বাকি কাজটুকু সেরেছেন নিগার সুলতানা জ্যোতি ও রিতু মণি। ৪ চারে ২৪ রানে অপরাজিত থাকেন জ্যোতি। অন্যদিকে ১১ রানের অপরাজিত ইনিংস খেলেন রিতু। 

 

এর আগে অবশ্য নিয়ন্ত্রিত বোলিং করে ব্যাটারদের কাজটা সহজ করে দিয়েছেন বাংলাদেশি বোলাররা।

বোলিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক রাবেয়া ও ফাহিমা খাতুন। দুজনে ২টি করে উইকেট নিয়েছেন। বোলিংয়েও ছিলেন বেশ কৃপণ। ফাহিমার ১০ রানের বিপরীতে ১৮ রান খরচ করেন রাবেয়া। তাদেরকে যোগ্য সঙ্গ দিয়েছেন অন্য বোলাররাও।

 

শ্রীলঙ্কা শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ১১৩ রান করতে পারে অধিনায়ক সাথিয়া সন্দিপানির ৩৬ রানের সৌজন্য। অধিনায়কের ইনিংসটি ছাড়া দুটি বিশোর্ধ্বো ইনিংস খেলেছেন পিউমি উথশালা (২২) ও মালশা শেহনি (২৫)। সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে হবে আগামী বৃহস্পতিবার।