NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত : ইরানের চূড়ান্ত তদন্তে যা জানা গেল


খবর   প্রকাশিত:  ০২ সেপ্টেম্বর, ২০২৪, ০২:৪১ পিএম

রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত : ইরানের চূড়ান্ত তদন্তে যা জানা গেল

ইরানে গত মে মাসে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হন। সেই ঘটনার চূড়ান্ত তদন্তে দেখা গেছে, খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার তদন্তকারী সংস্থা রবিবার এ তথ্য জানিয়েছে।

৬৩ বছর বয়সী রাইসি ও তার সফরসঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি ইরানের উত্তরাঞ্চলে একটি কুয়াশাচ্ছন্ন পাহাড়ে বিধ্বস্ত হয়েছিল।

এতে প্রেসিডেন্ট ও অন্য সাতজন নিহত হন, যার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানও ছিলেন। এরপর দেশটিতে দ্রুত নির্বাচনের আয়োজন করা হয়।

 


 

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি অনুসারে, হেলিকপ্টার দুর্ঘটনার বিভিন্ন দিক ও কারণ অনুসন্ধানকারী বিশেষ বোর্ড বলেছে, হেলিকপ্টার দুর্ঘটনার প্রধান কারণ ছিল ‘বসন্তকালে অঞ্চলটির জটিল আবহাওয়াগত ও বায়ুমণ্ডলীয় পরিস্থিতি।’

বোর্ডের প্রতিবেদনে আরো বলা হয়েছে, ‘ঘন ও উঠতি কুয়াশার হঠাৎ আবির্ভাব’ পাহাড়ে হেলিকপ্টারের সংঘর্ষের কারণ হয়েছিল।

 

ইরানের সেনাবাহিনীও মে মাসে বলেছিল, তারা এই দুর্ঘটনায় কোনো অপরাধমূলক কার্যকলাপের প্রমাণ পায়নি।

 

এর আগে আগস্টে বার্তা সংস্থা ফারস ১৯ মে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার প্রধান কারণ হিসেবে খারাপ আবহাওয়া এবং নিরাপত্তা প্রোটোকল না মেনে অতিরিক্ত দুই যাত্রী বহনকে উল্লেখ করেছিল। কিন্তু ইরানের সশস্ত্র বাহিনী দ্রুত এই তথ্য প্রত্যাখ্যান করে বলেছিল, ‘নিরাপত্তা প্রটোকলের বিরুদ্ধে যেয়ে হেলিকপ্টারে দুজনের উপস্থিতির বিষয়ে ফারসের খবরে যা উল্লেখ করা হয়েছে...তা সম্পূর্ণ মিথ্যা।’