NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ১৪, ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস সরকারপ্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রাম যাচ্ছেন ড. ইউনূস ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক শেষ জীবিত মার্কিন জিম্মিকে মুক্তি দিলো হামাস সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে বাংলাদেশ
Logo
logo

নরেন্দ্র মোদির জনসমর্থন নামল ৫০ শতাংশের নিচে : সমীক্ষা


খবর   প্রকাশিত:  ২৬ আগস্ট, ২০২৪, ১১:৩৩ পিএম

নরেন্দ্র মোদির জনসমর্থন নামল ৫০ শতাংশের নিচে : সমীক্ষা

ভারতের ৫০ শতাংশেরও বেশি ভোটদাতা নরেন্দ্র মোদির প্রতি আর আস্থা রাখছেন না। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এই প্রথমবার তার ক্ষেত্রে এমনটা হলো। একটি জনমত সমীক্ষার পূর্বাভাসে এমনটাই দাবি করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

প্রতিবেদন থেকে আরো জানা যায়, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর জনপ্রিয়তা বাড়ার দাবিও করা হয়েছে ওই সমীক্ষায়। যদিও এখন পর্যন্ত দুজনের ব্যবধান অনেক।

গত ৪ জুন দেশটির লোকসভা ভোটের ফল প্রকাশের পরে এই প্রথম ইন্ডিয়া টুডের ‘মুড অব দ্য নেশন’ সমীক্ষা করা হয়েছে। ১৫ জুলাই থেকে ১০ আগস্টের মধ্যে নেওয়া হয়েছে এক লাখ ৩৬ হাজার ৪৬৩ জনের মতামত।

এর মধ্যে সিভোটার এজেন্সি সরাসরি ৪০ হাজার ৫৯১ জনের মত নিয়েছে। অন্য ভোটাররা অনলাইনে তাদের অবস্থান জানিয়েছেন। এই মতামত সমীক্ষা জানাচ্ছে, ৪৯ শতাংশ ভোটারের ‘পছন্দের নেতা’ মোদি। রাহুলকে বেছে নিয়েছেন ৩২ শতাংশ ভোটদাতা।
৮ শতাংশের সমর্থন নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

 

সমীক্ষা বলছে, এখনই লোকসভা ভোট হলে বিজেপির ভোট ৩৮ শতাংশ থেকে কমে ৩৬.৬ শতাংশ হতে পারে। তবে তারা জিততে পারে ২৪৪টি আসনে। অন্যদিকে কংগ্রেস পেতে পারে ১০৬টি। দেশের ৫৪৩টি লোকসভা ভোটের সব কটিতেই জনমত সংগ্রহ করা হয়েছিল এ সমীক্ষায়।

লোকসভা ভোটের আগেই তুলনায় মোদির প্রতি সমর্থন প্রায় ৭.৫ শতাংশ কমেছে বলে জানানো হয়েছে তাতে।

 

অন্যদিকে রাহুলের প্রতি সমর্থন বেড়েছে প্রায় ১১ শতাংশ। তাৎপর্যপূর্ণভাবে ওই মতামত সমীক্ষায় মোদি জামানায় সিবিআই, ইডি, আয়কর বিভাগের মতো কেন্দ্রীয় সংস্থাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহারের অভিযোগ মেনে নিয়েছেন ৪৬ শতাংশ ভোটদাতা। মাত্র ৩৮ শতাংশ ভোটদাতা মনে করেন, কেন্দ্রীয় সংস্থাগুলোর এমন অপব্যবহার আগেও হয়েছিল।