NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের উড়োজাহাজ শেখ হাসিনাকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুদকে তলব ভারত-পাকিস্তান সংঘাত, চীনের পর রাশিয়ার উদ্বেগ
Logo
logo

নিখোঁজ মেয়েকে ফিরে পেতে মায়ের আর্তনাদ


খবর   প্রকাশিত:  ২৭ আগস্ট, ২০২৪, ০৫:১৫ পিএম

নিখোঁজ মেয়েকে ফিরে পেতে মায়ের আর্তনাদ

‘আমার একমাত্র মেয়ে লামিয়া খাতুন (১৪) বাড়ি থেকে প্রায় এক মাস আগে বেরিয়েছে অথচ এখনো ফিরে আসেনি। মানসিক ভারসাম্যহীন মেয়েটি কোথায় আছে, কী খাচ্ছে, কেমন আছে, বেঁচে আছে না মারা গেছে, তা-ও জানি না।’

যশোরের অভয়নগর উপজেলা থেকে নিখোঁজ হওয়া লামিয়া খাতুনের মা রুমিছা বেগম এভাবেই কথাগুলো বলছিলেন আর আর্তনাদ করছিলেন। এক পর্যায়ে তিনি বলেন, আকিজ জুট মিলে শ্রমিক হিসেবে কর্মরত আছেন।

আর ওই মিলের পেছনে পৌরসভার বাইপাস সড়কসংলগ্ন দুর্গাপুর গ্রামে জহুর সরদারের বাড়িতে ভাড়া থাকেন। গত ১ আগস্ট বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে একমাত্র মেয়ে লামিয়া খাতুন (মানসিক ভারসাম্যহীন) বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়।

 

তিনি জানান, নিখোঁজ হওয়ার সময় মেয়ের পরনে ছিল কুসুম রঙের জামা, পায়জামা, ওড়না। পায়ে ছিল গোলাপি রঙের স্যান্ডেল।

তার গায়ের রং ফরসা, কম কথা বলে, উচ্চতা ৪ ফুট ৬ ইঞ্চি, মাথায় চুল ছিল না (টাক), মুখমণ্ডল লম্বাটে। 

 

এ ব্যাপারে অভয়নগর থানায় লিখিত লিখিত অভিযোগ করা হয়েছে। সন্ধান পেলে যোগাযোগ করুন : রুমিছা বেগম, ০১৭৩৮-৯৬০০১২ অথবা নিকটস্থ থানায় হস্তান্তর করার অনুরোধ করা হয়েছে।