NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ১৪, ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস সরকারপ্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রাম যাচ্ছেন ড. ইউনূস ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক শেষ জীবিত মার্কিন জিম্মিকে মুক্তি দিলো হামাস সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে বাংলাদেশ
Logo
logo

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা আবিষ্কার বতসোয়ানায়


খবর   প্রকাশিত:  ২২ আগস্ট, ২০২৪, ০৯:২২ পিএম

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা আবিষ্কার বতসোয়ানায়

বতসোয়ানায় একটি হীরা আবিষ্কার করা হয়েছে, যা এখন পর্যন্ত পাওয়া দ্বিতীয় বৃহত্তম হীরা। এটি মোটামুটি দুই হাজার ৪৯২ ক্যারেটের একটি অমূল্য পাথর। কানাডীয় প্রতিষ্ঠান লুকারা ডায়মন্ডের মালিকানাধীন একটি খনি থেকে হীরাটি পাওয়া গেছে।

১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় পাওয়া তিন হাজার ১০৬ ক্যারেটের কুলিনান হীরার পর সবচেয়ে বড় আবিষ্কার এটি।

কুলিনান হীরাকে কেটে ৯টি পৃথক পাথরে রূপান্তরিত করা হয়েছিল, যাদের অনেকটিই ব্রিটিশ ক্রাউন জুয়েলসে রয়েছে।

 

বতসোয়ানার রাজধানী গ্যাবোরোনের প্রায় ৫০০ কিলোমিটার উত্তরে কারোই খনিতে হীরাটি পাওয়া গেছে। দেশটির সরকার জানিয়েছে, এটি তাদের আবিষ্কৃত সবচেয়ে বড় হীরা। এর আগে তাদের সবচেয়ে বড় আবিষ্কার ছিল এক হাজার ৭৫৮ ক্যারেটের একটি পাথর, যা ২০১৯ সালে একই খনিতে পাওয়া গিয়েছিল।

বতসোয়ানা বিশ্বের বৃহত্তম হীরা উৎপাদনকারী দেশগুলোর একটি। বিশ্বব্যাপী হীরা উৎপাদনের প্রায় ২০ শতাংশ এই দেশে হয়ে থাকে।

 

একটি বিবৃতিতে লুকারা জানিয়েছে, পাথরটি ‘এখন পর্যন্ত পাওয়া বৃহত্তম হীরাগুলোর মধ্যে একটি’। লুকারার প্রধান উইলিয়াম ল্যাম্ব বলেছেন, ‘এই অসাধারণ দুই হাজার ৪৯২ ক্যারেটের হীরাটি আবিষ্কার করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

 

এদিকে কম্পানিটি পাথরটির রত্নমান বা তার মূল্যের বিস্তারিত জানায়নি। ল্যাম্ব বলেছেন, লুকারার মেগা ডায়মন্ড রিকভারি এক্স-রে প্রযুক্তি ব্যবহার করে হীরাটি শনাক্ত করা হয়েছে। মাইনিংমক্স প্রকাশনার মতে, ২০১৭ সাল থেকে উচ্চমূল্যের হীরা শনাক্ত ও সংরক্ষণের জন্য এই প্রযুক্তিটি ব্যবহার করা হচ্ছে, যাতে আকরিক ভাঙার প্রক্রিয়ার সময় সেগুলো ভেঙে না যায়।