শিগগিরই বাংলাদেশে চালু হতে পারে বাংলা ভাষাভাষীদের জনপ্রিয় ইসলামিক চ্যানেল পিস টিভি বাংলা। ভারতের খ্যাতনামা ইসলামী বক্তা ডা. জাকির নায়েক সম্প্রতি বলেছেন, ‘বাংলাদেশে শিগগিরই পিস টিভি বাংলার সম্প্রচার চালু হবে।’
গত সোমবার (১৯ আগস্ট) নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান তিনি।
প্রশ্নোত্তর পর্বে এক দর্শক প্রশ্ন করেন, ‘নতুন বাংলাদেশে পিস টিভি বাংলা চালু করতে পারবেন কি?’ এর জবাবে জাকির নায়েক বলেন, ‘পিস টিভি বাংলাসহ ইংরেজি, উর্দু ও চায়নিজ ভাষায় চালু আছে।