NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের উড়োজাহাজ শেখ হাসিনাকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুদকে তলব ভারত-পাকিস্তান সংঘাত, চীনের পর রাশিয়ার উদ্বেগ
Logo
logo

হ্যারিসের সঙ্গে তিনটি বিতর্ক করতে রাজি ট্রাম্প


খবর   প্রকাশিত:  ১১ আগস্ট, ২০২৪, ১২:৩৪ এএম

হ্যারিসের সঙ্গে তিনটি বিতর্ক করতে রাজি ট্রাম্প

আগামী ১০ ​​সেপ্টেম্বর ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিসের মধ্যে প্রথম বিতর্কের আয়োজন করা হবে বলে জানিয়েছে এবিসি নিউজ। এদিকে ফ্লোরিডার সংবাদ সম্মেলনে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ফক্স নিউজ, এনবিসি এবং এবিসি নিউজে যথাক্রমে ৪, ১০ ও ২৫ সেপ্টেম্বরে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থীর সঙ্গে বিতর্কে রাজি তিনি। যেগুলো ফক্স ও এনবিসিতে সম্প্রচার করা হবে।

ট্রাম্প বলেছেন, ‘আমরা মনে করি আমাদের তিনটি বিতর্ক করা উচিত।

’ যার মধ্যে দুটি যথাক্রমে ফক্স নিউজ এবং এনবিসি নিউজে করা হবে। এদিকে হ্যারিসও নিশ্চিত করেছেন, তিনি মিশিগানে একটি ইভেন্টে এবিসির বিতর্কে অংশ নেবেন। এ ছাড়া তিনি আরো বিতর্কে অংশ নিতে প্রস্তুত বলেও জানিয়েছেন।

 

গত মঙ্গলবার মিনেসোটার গভর্নর টিম ওয়ালজকে নিজের রানিং মেট হিসেবে ঘোষণা করেন কমলা হ্যারিস।

এ ঘটনার পর গতকালই প্রথম পাম বিচে সংবাদ সম্মেলন করার মাধ্যমে জনসমক্ষে প্রথম উপস্থিত হলেন ট্রাম্প।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কমলা হ্যারিস বলেছেন, ‘অবশেষে ট্রাম্প রাজি হওয়ার’ পর তার সঙ্গে ১০ সেপ্টেম্বরের বিতর্কে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।  এবিসি নেটওয়ার্ক জানিয়েছে, বিতর্কটি ওয়ার্ল্ড নিউজ টুনাইট অ্যাঙ্কর এবং ব্যবস্থাপনা সম্পাদক ডেভিড মুয়ার ও এবিসি নিউজ লাইভ প্রাইম অ্যাঙ্কর লিনসে ডেভিস পরিচালনা করবেন।

ট্রাম্পের সঙ্গে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন খুব সুবিধা করতে পারেননি।

এরপর  তার শারীরিক অসুস্থতার কারণে নির্বাচনী দৌড় থেকে সরে পড়েন। যা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জন্য প্রেসিডেন্ড নির্বাচনে অংশগ্রহনের পথ খুলে দেয়। এ ঘটনার পরেই নতুন করে তার সঙ্গে বিতর্ক হতে চলেছে ট্রাম্পের।

 

তবে ট্রাম্প এর আগে এতদিন হ্যারিসের সঙ্গে বিতর্ক করতে রাজি হচ্ছিলেন না। হ্যারিস আনুষ্ঠানিকভাবে প্রার্থী নন, এই যুক্তিতে ট্রাম্প তার সঙ্গে বিতর্ক করতে প্রথমে রাজি হননি।

পরে তিনি হ্যারিসকে বিতর্কের বিকল্প একটি প্রস্তাব দেন।

 

গতকাল বৃহস্পতিবার ইপসোসের প্রকাশ করা একটি জরিপে দেখা গেছে, জুলাইয়ের শেষ দিক থেকে কমলা জনসমর্থনের দিক থেকে তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের সঙ্গে ব্যবধান বাড়িয়েছেন। জরিপের ফলাফল অনুযায়ী, কমলার প্রতি সমর্থন রয়েছে ৪২ শতাংশ ভোটারের। অন্যদিকে ট্রাম্পের পক্ষে সমর্থন রয়েছে ৩৭ শতাংশের।