NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের উড়োজাহাজ শেখ হাসিনাকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুদকে তলব ভারত-পাকিস্তান সংঘাত, চীনের পর রাশিয়ার উদ্বেগ
Logo
logo

বাইডেনের আশঙ্কা ট্রাম্প হারলে ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে না


খবর   প্রকাশিত:  ১০ আগস্ট, ২০২৪, ০১:২৫ এএম

বাইডেনের আশঙ্কা ট্রাম্প হারলে ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে না

নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পরাজিত হলে নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণভাবে হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। গত বুধবার যুক্তরাষ্ট্রে বিবিসির অংশীদার সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন।

গত মাসে নির্বাচনী লড়াই থেকে নাটকীয়ভাবে সরে দাঁড়ানোর পর প্রথমবারের মতো সাক্ষাৎকার দিলেন ডেমোক্রেটিক পার্টির এই নেতা।বাইডেন বলেন, ‘ট্রাম্প হেরে গেলে পরিস্থিতি কেমন হবে, তা নিয়ে আমি আত্মবিশ্বাসী নই।

ট্রাম্প যা মনে করেন, তাই বলেন। আমরা তাঁকে খুব একটা গুরুত্ব দিই না। ট্রাম্প নিজে বলেছেন, যদি আমরা হেরে যাই, তাহলে রক্তগঙ্গা বয়ে যাবে।’ গত মার্চে অটোমোবাইলশিল্প নিয়ে কথা বলার সময় এমন মন্তব্য করেন ট্রাম্প।

 

তাঁর এই মন্তব্যের পর ব্যাপক সমালোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে ডেমোক্র্যাটরা তাঁদের প্রচারে নতুন বার্তা যোগ করে বলেন, সাবেক প্রেসিডেন্ট গণতন্ত্রের জন্য হুমকি। ওই সময় বাইডেনের প্রচারশিবির সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তাদের বিজ্ঞাপনে ‘রক্তগঙ্গা’ শব্দটি জুড়ে দেয় এবং ট্রাম্পের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতাকে উসকে দেওয়ার অভিযোগ আনেন প্রচারশিবিরের মুখপাত্র।

তবে ট্রাম্পের প্রচারশিবির বলেছে, ট্রাম্পের ওই মন্তব্য ছিল অটোমোবাইল খাত নিয়ে এবং ইচ্ছাকৃতভাবে মন্তব্যটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে।

 

তহবিল সংগ্রহসংক্রান্ত ই-মেইল বার্তায় প্রচারশিবির বলেছে, রাজনৈতিক প্রতিপক্ষ ও অন্যরা ট্রাম্পের বক্তব্যের ভুল ব্যাখ্যা দিচ্ছেন। ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেন, তাঁরা খুব ভালো করেই জানেন, আমি দুর্নীতিবাজ জো বাইডেনের বিরুদ্ধে কথা বলেছিলাম; যিনি গাড়ি আমদানি করে দেশের অটোমোবাইল খাতকে ধ্বংস করছেন।