NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ১৪, ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

২৫০ ছাড়াল মৃতের সংখ্যা, কেরালায় এখনো নিখোঁজ ২৪০


খবর   প্রকাশিত:  ০২ আগস্ট, ২০২৪, ০৬:৫৮ পিএম

২৫০ ছাড়াল মৃতের সংখ্যা, কেরালায় এখনো নিখোঁজ ২৪০

কেরালার ওয়েনাড় জেলার মেপ্পাদির কাছে পাহাড়ি এলাকায় বিধ্বংসী ভূমিধসের পর আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৭ জনে। এ ছাড়া আহত হয়েছে ২০০ জনেরও বেশি। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন নিশ্চিত করেছেন, এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ২৪০ জন। এক হাজার ২০০ জনকে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

 

 

এদিকে কান্নুর বিমানবন্দরে পৌঁছেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং কেসি ভেনুগোপাল। ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে ত্রাণ শিবির এবং মেডিক্যাল কলেজে যাবেন তারা। অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার কাজে অংশ নিয়েছে বিভিন্ন সংস্থা এবং সশস্ত্র বাহিনী।

এ পরিস্থিতিতে কেরলার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বৃহস্পতিবার (০১ আগস্ট) সর্বদলীয় বৈঠক ডেকেছেন। এতে ভূমিধসে নিখোঁজদের সন্ধান এবং ভিটেমাটি হারানো বাসিন্দাদের পুনর্বাসনের বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
 
সেতুধস ও রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়কপথে অন্য জেলার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওয়েনাড়। প্রবল বর্ষণ এবং একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়ায় উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে।
মনোরমা থেকে পাওয়া খবর অনুযায়ী, উদ্ধার তৎপরতা ত্বরান্বিত করতে সেনাবাহিনী মুন্ডাক্কাইতে একটি বেইলি ব্রিজ তৈরি করেছে। সিএম বিজয়ন আলো উল্লেখ করেছেন, ওয়ানাড়ে ৪৫টি ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে। সেখানে তিন হাজারের বেশি বাস্তুচ্যুত ব্যক্তিকে আশ্রয় দেওয়া হয়েছে।