NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ১৪, ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

ইথিওপিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা ৫০০ ছুঁতে পারে : জাতিসংঘ


খবর   প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৪, ০৫:৫২ পিএম

ইথিওপিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা ৫০০ ছুঁতে পারে : জাতিসংঘ

দক্ষিণ ইথিওপিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৫৭ জনে পৌঁছেছে। জাতিসংঘ বৃহস্পতিবার সতর্ক করে বলেছে, এই সংখ্যা গড়াতে পারে ৫০০ জনে। দক্ষিণ ইথিওপিয়া আঞ্চলিক রাজ্যের একটি পাহাড়ি এলাকায় ভারি বৃষ্টিপাতের পর এই বিপর্যয়কর ঘটনা ঘটে। গত মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া শেষ মৃত্যুর সংখ্যা ছিল ২২৯ জন।

 

 

এর আগে গোফা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মার্কোস মেলিসে জানিয়েছিলেন, এখন পর্যন্ত ২২৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৪৮ জন পুরুষ এবং ৮১ জন নারী। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ আজ বৃহস্পতিবার বিবৃতিতে জানিয়েছে, ২৪ জুলাই পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২৫৭ জন হয়েছে। সংস্থাটি আরো বলেছে, মৃতের সংখ্যা ৫০০ জনে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

দক্ষিণ ইথিওপিয়ার গোফা জোনের কেনচো শাচা গোজদি জেলায় নিহতদের মধ্যে অল্পবয়সী শিশু এবং গর্ভবতী নারীও ছিলেন বলে স্থানীয় প্রশাসক দাগমাউই আয়েলে জানিয়েছেন। আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশ এটি। প্রত্যন্ত অঞ্চলে ভারি বৃষ্টিপাতের ফলে প্রথম ভূমিধসের ঘটনা ঘটে গত রবিবার। আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দা, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও পুলিশ মাটির নিচে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধারে কাজ শুরু করে।

এদিকে উদ্ধার কার্যক্রম চলাকালে সোমবার সকালে দ্বিতীয় ভূমিধসের ঘটনা ঘটে। এতে বহু মানুষ মাটির নিচে আটকা পড়ে।

 

জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ জানিয়েছে, ওই এলাকা থেকে ১৫ হাজারের বেশি লোককে সরিয়ে নেওয়া দরকার। সংস্থাটি আরো জানিয়েছে, এর মধ্যে কমপক্ষে এক হাজার ৩২০জন শিশু, সেই সঙ্গে পাঁচ হাজার ২৯৩ জন গর্ভবতী নারী ও নতুন মা রয়েছেন।