NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

হংকংয়ের সর্ববৃহৎ বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:৩২ এএম

>
হংকংয়ের সর্ববৃহৎ বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ

হংকংয়ের সর্ববৃহৎ বইমেলা-২০২২ এ অংশগ্রহণ করেছে দেশটির বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। মঙ্গলবার (২৬ জুলাই) কনস্যুলেট জেনারেল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হংকং কনভেনশন সেন্টারে সপ্তাহব্যাপী (২০-২৬ জুলাই) আয়োজিত ৩২তম এইচকেটিডিসি বইমেলার উদ্বোধন করেন হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের প্রধান নির্বাহী জন লী। হংকংয়ের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত এই বইমেলায় ৭০০ এর অধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে কনসাল জেনারেল ইসরাত আরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশের স্টলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ (ইংরেজি অনুবাদ) সহ বঙ্গবন্ধু সম্পর্কিত অন্যান্য প্রকাশনা/বই প্রদর্শন করা হয়। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর প্রকাশিত বিভিন্ন গ্রন্থ, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ওপর প্রকাশনা/বই, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ইতিহাস, সংস্কৃতি, ভ্রমণ সম্পর্কিত অন্যান্য ইংরেজি বই প্রদর্শন করা হয়।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অন্যান্য দেশের কনসাল জেনারেল, হংকংয়ের প্রবাসী বাংলাদেশি, স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ বিপুল সংখ্যক দর্শনার্থী বাংলাদেশ স্টল পরিদর্শন করেন এবং তারা বঙ্গবন্ধু, বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, দর্শনীয় স্থান সমূহের বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করেন।

বইমেলার পাশাপাশি বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, হংকং, এডুকেশন ও ক্যারিয়ার এক্সপো ২০২২-এ ও অংশগ্রহণ করেছে।