NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ১৪, ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

সংসদে রচনার হাত থেকে ফোন নিয়ে যা করলেন রাহুল গান্ধী


খবর   প্রকাশিত:  ২৯ জুন, ২০২৪, ১২:১৩ পিএম

সংসদে রচনার হাত থেকে ফোন নিয়ে যা করলেন রাহুল গান্ধী

প্রথমবারের মতো ভারতের সংসদে নাম লেখালেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। এবার লোকসভা ভোটে হুগলি থেকে জিতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন অভিনেত্রী। আর প্রথমবারের মতো সংসদে যেতেই দারুণ এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন রচনা। আর সেই মিষ্টি অভিজ্ঞতা শেয়ার করলেন ভক্তদের সঙ্গে।

 

সংসদের বিশেষ অধিবেশনে যোগ দিতেই এখন দিল্লিতে নায়িকা। রচনা জানান, সংসদ ভবনে নিজের ছবি তুলতে ব্যস্ত ছিলেন তিনি। হঠাৎ করেই সামনে হাজির রাহুল গান্ধী। বিরোধীদলীয় নেতা সামনে এসে রচনার হাত থেকে ফোন নিয়ে নিজেই সেলফি তুললেন অভিনেত্রীর সঙ্গে!

1
রচনার সঙ্গে সেলফি তুললেন রাহুল গান্ধী

লোকসভার বিরোধীদলীয় নেতা হিসেবে যাত্রা শুরু করেছেন রাহুল।

তাঁর আচরণে মুগ্ধ রচনা। লোকসভা অধিবেশনের তৃতীয় দিন রাহুল গান্ধীর সঙ্গে সেলফি পোস্ট করেন অভিনেত্রী। জানান, সংসদের ভেতরে নিজের একটি ছবি তুলছিলেন তিনি। রাহুল এগিয়ে এসে বললেন, ‘আমি তোমার ছবি তুলে দিচ্ছি।
’ 

 

ব্যক্তিগত স্তরে রাহুল গান্ধীকে চেনেন না রচনা। তবে প্রথম সাক্ষাতে তাকে ভীষণ মাটির মানুষ বলে মনে হয়েছে তৃণমূল সংসদ সদস্যের।

তবে সংসদ ভবনে জমিয়ে ফটোসেশন চললেও কাজ নিয়ে কোনো রকম সমঝোতা নয় বলেই জানালেন রচনা। অভিনেত্রী বলেন, ‘শুধু ছবি তুললে হবে না। কাজটা করতে হবে।

সংসদে কথা বলতে হবে। যাতে হুগলির সমস্যার সমাধান হয়। সাহায্য কতটা পাব, জানি না! কিন্তু আওয়াজ তুলতে হবে।’