NYC Sightseeing Pass
Logo
logo

সুন্দরগঞ্জে ধর্ষক গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৪, ০৮:৪৬ এএম

সুন্দরগঞ্জে ধর্ষক গ্রেপ্তার

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ  গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কঞ্চিবাড়ি ইউনিয়নের নতুন দুলাল ভরট গ্রামের এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শাহিদুল ইসলাম নামের এক গ্রাম মাতাব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় উপজেলার বরুয়াহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহিদুল ওই গ্রামের মহির উদ্দিনের ছেলে। 

 জানা গেছে, দীর্ঘদিন থেকে শাহিদুল ওই এলাকায় মাতাব্বর হিসেবে বিভিন্ন শালিস সভা করে বেড়ায়। সেই সুবাধে এলাকার বিভিন্ন নারীর সাথে যৌন হয়রানি মুলক আচারণ করে আসছিল সে। এরই এক পর্যায় গত শনিবার দিবাগত রাতে ওই গৃহবধূর স্বামী বাড়িতে না থাকায় তার ঘরে প্রবেশ করে জোর পূর্বক ধর্ষণ করে। গৃহবধূর চিৎকারে পরিবারের সদস্যরা ঘুম থেকে জেগে উঠার আগেই লম্পট শাহিদুল পালিয়ে যায়। এনিয়ে ওই গৃহবধূ থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

মামলা তদন্তকারি কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, শাহিদুলের বিরুদ্ধে এর আগেও নারী শিশু নির্যাতনের অভিযোগ রয়েছে। রোববার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।