NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের উড়োজাহাজ শেখ হাসিনাকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুদকে তলব ভারত-পাকিস্তান সংঘাত, চীনের পর রাশিয়ার উদ্বেগ
Logo
logo

বউভাতে যাওয়ার পথে সেতু ভেঙে ৯ মৃত্যু, শোকে স্তব্ধ বর-কনের পরিবার


খবর   প্রকাশিত:  ২৩ জুন, ২০২৪, ০৩:০১ পিএম

বউভাতে যাওয়ার পথে সেতু ভেঙে ৯ মৃত্যু, শোকে স্তব্ধ বর-কনের পরিবার

বরগুনার আমতলীতে একটি লোহার সেতু ভেঙে ৯ জনের মৃত্যুর ঘটনায় বর ডা. সোহাগ ও কনে হুমায়রার বাড়িতে চলছে শোকের মাতম। আকস্মিক ওই দুর্ঘটনায় বর ও কনের বাড়িতে চলছে আহাজারি ও কান্নার রোল।

জানা গেছে, উপজেলার চওড়া ইউনিয়নের কাউনিয়া ইব্রাহিম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হলদিয়া ইউনিয়নের গুরুদল গ্রামের মাসুম বিল্লাহ মনিরের মেয়ে হুমায়রার সঙ্গে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমতলী পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ড খোন্তাকাটা এলাকার বাসিন্দা সেলিম মাহমুদের ছেলে ডা. সোহাগের বিয়ে হয়।

গত শুক্রবার (২১ জুন) কনে হুমায়রাকে বর ডা. সোহাগের বাড়িতে তুলে দেওয়া হয়।

পরের দিন শনিবার কনেপক্ষের লোকজন বরের বাড়িতে বউভাতে অংশ নিতে একটি মাইক্রোবাস ও ব্যাটারিচালিত ইজিবাইকে চেপে যাচ্ছিল। পথিমধ্যে ঝুঁকিপূর্ণ হলদিয়া হাট সংলগ্ন লোহার সেতুটি পার হওয়ার সময় মাইক্রোবাস ও ইজিবাইকসহ সেতুর মাঝের অংশ ভেঙে কচুরিপানায় ভর্তি চাওড়া নদীতে পড়ে যায়। ওই সময় ইজিবাইকে থাকা সব যাত্রী সাঁতরে নদীর তীরে উঠতে পারলেও মাইক্রোবাসটি যাত্রী নিয়ে নদীর পানিতে তলিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা ওই মাইক্রোবাসে থাকা যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালান, কিন্তু ততক্ষণে মাইক্রোবাসে থাকা কনেপক্ষের ৯ যাত্রী- শিশু রুকাইয়াত ইসলাম (৪), ঋধি (৪), তাহিয়া মেহজাবিন আজাদসহ (৭)  অপর যাত্রী তাসফিয়া (১৪), রাইতি (২২), জাকিয়া (৩৫), শাহনাজ আক্তার রুবি বেগম (৩৫), রুবিয়া (৪৫) ও ফাতেমা (৫৫) নিহত হয়।

 

এদের মধ্যে রুকাইয়াত ইসলাম ও জাকিয়ার বাড়ি আমতলী উপজেলার গুরুদল গ্রামে। অপর নিহত সাতজনের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার কোকরারচর গ্রামে বলে জানা গেছে। তারা সবাই কনে হুমায়রার মামাবাড়ির আত্মীয়-স্বজন ও একই পরিবারের লোক।

বরের বাবা শিক্ষক সেলিম মাহমুদ বলেন, ‘এমন ঘটনায় আমি হতভম্ব।

পাতিল ভরা খাবার পড়ে রয়েছে। দুর্ঘটনায় বউভাতের সব কিছু ভেস্তে গেল।’

 

কনের বাবা শিক্ষক মাসুম বিল্লাহ মনির বলেন, ‘আমি কী বলব? শ্বশুরবাড়ির মানুষকে আমি কী জবাব দেব? এলো বিয়ের আনন্দ করতে আর চলে গেল কাফনের সাদা কাপড় পরে।’

এদিকে রুকাইয়াত ইসলাম ও জাকিয়ার জানাজার নামাজ শনিবার রাত ১০টায় নিজ বাড়ি আমতলীর গুরুদল গ্রামে অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে। বাকিদের জানাজা আজ রবিবার (২৩ জুন) সকাল ৯টায় অনুষ্ঠিত হওয়ার পর তাদের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার কোকরারচর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে নিহতের স্বজনরা নিশ্চিত করেছেন।