NYC Sightseeing Pass
Logo
logo

ময়মনসিংহের মেয়েকে বিয়ে করলেন মুনিম শাহরিয়ার


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:১২ পিএম

>
ময়মনসিংহের মেয়েকে বিয়ে করলেন মুনিম শাহরিয়ার

বিয়ে পিঁড়িতে বসলেন বাংলাদেশ জাতীয় দলের তরুণ ওপেনার মুনিম শাহরিয়ার। গত শুক্রবার (২২ জুলাই) ময়মনসিংহের মেয়ে ইফাত কথার সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

আজ রোববার (২৪ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন মুনিম। স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে মুনিম ক্যাপশনে লিখেছেন, ‘গত ২২ জুলাই আমি বিয়ে করেছি। সবকিছু রাতারাতি হওয়াতে আমি কাউকেই দাওয়াত দিতে পারিনি। ইনশাআল্লাহ, সামনে অনুষ্ঠান করা হবে। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সকলকে রহমত দান করুন।’ কনে ইফাত কথা বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন।

 

বিয়ের দিনেই বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের দল ডাক পেয়েছেন মুনিম। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছেন তিনি। আগামী ২৭ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশে দলের সঙ্গে রওয়ানা হবেন তিনি।

চলতি বছরের মার্চে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টির মাধ্যমে জাতীয় দলের হয়ে অভিষেক হয় মুনিমের। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি দলেও ছিলেন তিনি।