NYC Sightseeing Pass
Logo
logo

মার্কিন কংগ্রেসে গাজা যুদ্ধ নিয়ে ‘সত্য’ তুলে ধরবেন নেতানিয়াহু


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৪, ১০:৪৪ পিএম

মার্কিন কংগ্রেসে গাজা যুদ্ধ নিয়ে ‘সত্য’ তুলে ধরবেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী ২৪ জুলাই ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন। গতকাল বৃহস্পতিবার কংগ্রেস নেতারা এমনটি জানিয়েছেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। 

রিপাবলিকান নেতারা বলেছেন, ওয়াশিংটন সফরের সময় মার্কিন কংগ্রেসে আগামী ২৪ জুলাই ভাষণ দেবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, এদিন গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ সম্পর্কে ‘সত্য উপস্থাপন করবেন’।

 

 

এদিকে হাউস স্পিকার মাইক জনসন এবং সিনেট সংখ্যালঘু নেতা মিচ ম্যাককনেল এক বিবৃতিতে বলেছেন, ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সিনেটের যৌথ অধিবেশনে নেতানিয়াহু কথা বলবেন।’

নেতানিয়াহু বলেছেন, ‘কংগ্রেসে উভয় কক্ষের সামনে ইসরায়েলের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে এবং আমেরিকান জনগণ ও বিশ্ব প্রতিনিধিদের কাছে যারা আমাদের ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে ন্যায্য যুদ্ধের সত্যতা তুলে ধরার সুযোগ পেয়ে আমি খুবই অনুপ্রাণিত।’

নেতানিয়াহুর এই সফরের খবরটি এমন সময় এলো যখন তার এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে উত্তেজনা চলছে। বাইডেন গাজায় ইসরায়েলের অভিযানকে সমর্থন করেছেন কিন্তু সম্প্রতি নেতানিয়াহুর যুদ্ধ কৌশলের সমালোচনাও করেছেন এবং কিছু বোমার চালান আটকে রেখেছেন।

 

 

তবে নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় বাইডেনের সঙ্গে দেখা করবেন কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

ইসরায়েলি হামলায় গাজায় হাজার হাজার বেসামরিকের মৃত্যুর কারণে কিছু ডেমোক্র্যাট এবং ভোটার নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ। এর প্রভাব নভেম্বরের নির্বাচনের পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। রিপাবলিকানরাও বাইডেনের যুদ্ধের বিষয়ে তার অবস্থানের সমালোচনা করে বলেছেন, ‘ইসরায়েলকে সাহায্য করার জন্য যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট।

 

হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে প্রায় এক হাজার ২০০ জনকে হত্যা করে এবং ২৫০ জনেরও বেশি ইসরায়েলিকে জিম্মি করেছিল। গত নভেম্বরের যুদ্ধবিরতিতে প্রায় অর্ধেক জিম্মি মুক্তি পায়। ইসরায়েল এর জবাবে গাজায় সামরিক আক্রমণ শুরু করে। এতে ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ভূখণ্ডের স্বাস্থ্য কর্মকর্তাদের মতে,  ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে থাকায় মৃতের সংখ্যা আরো বাড়বে।