ভারতে সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানওয়াত। কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিং-কে পরাজিত করে জয় পেয়েছেন বিজেপির এই প্রার্থী। তবে নির্বাচিত হওয়ার পরপরই ঘটলো এক অনভিপ্রেত ঘটনা। চড় খেলেন কনস্টেবলের হাতে।
খবর প্রকাশিত: ০৭ জুন, ২০২৪, ০৫:৩৩ পিএম
ভারতে সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানওয়াত। কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিং-কে পরাজিত করে জয় পেয়েছেন বিজেপির এই প্রার্থী। তবে নির্বাচিত হওয়ার পরপরই ঘটলো এক অনভিপ্রেত ঘটনা। চড় খেলেন কনস্টেবলের হাতে।
বৃহস্পতিবার (৬ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, হিমাচল প্রদেশের মান্ডি থেকে নির্বাচনে জয় পাওয়া কঙ্গনা দিল্লির উদ্দেশ্যে বিমানে উঠতে যাওয়ার সময় তাকে চড় মেরেছেন বিমাবন্দরের এক নিরাপত্তা কর্মী।
বিজেপি থেকে সদ্য নির্বাচিত এই সংসদ সদস্যকে (এমপি) বিমানবন্দরের কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর একজন নারী কনস্টেবল চড় মেরেছেন। অভিযোগ করা হয়েছে, কৃষকদের অসম্মান করার কারণেই বলিউড নায়িকাকে চড় মেরেছেন ওই কনস্টেবল।
পরে অবশ্য কুলবিন্দর কৌর নামে অভিযুক্ত কনস্টেবল এক ভিডিওতে এসে জানিয়েছেন ‘কৃষক আন্দোলনের সময়ে কঙ্গনা যে মন্তব্য করেছিলেন, সেটি তাঁর মোটেই পছন্দ হয়নি।
প্রসঙ্গত, গত ৪ জুন সকাল ৮টায় লোকসভা ভোটকেন্দ্রের ভোট গণনা শুরু হয়। ওই দিন বিকেলে জানা যায়, কংগ্রেস প্রার্থীকে ৭২ হাজার ভোটের ব্যবধানে পেছনে ফেলে জয়লাভ করেছেন কঙ্গনা।