NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

সিনেমা স্টাইলে তরুণীকে অপহরণের চেষ্টা, ভিডিও ভাইরাল


খবর   প্রকাশিত:  ০১ জুন, ২০২৪, ০৭:৪৬ এএম

সিনেমা স্টাইলে তরুণীকে অপহরণের চেষ্টা, ভিডিও ভাইরাল

বাড়ি থেকে ২২ বছরের তরুণীকে অপহরণের চেষ্টা এক বখাটের। জানা গেছে, অভিযুক্তের নাম সেলিম খান ওরফে কালু। এর আগে ২২ বছরের ওই তরুণীকে ধর্ষণও করেছিলেন তিনি। সেই ভিডিও তুলে ভয় দেখানোর চেষ্টা করেন। কিন্ত পরে তরুণীর বিয়ে ঠিক হলে বাড়িতে গিয়ে অভিভাবকদের মারধর করে অপহরণের চেষ্টা করেন কালু।

ভারতের মধ্যপ্রদেশের অশোকনগরের ঘটনা এটি। বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা ৬টা নাগাদ ওই তরুণীর বাড়িতে গিয়ে হইচই শুরু করেন সেলিম ও তার সহযোগী যোধা, সমীর এবং শাহরুখ।

 

এ সময় তরুণী প্রতিবাদ জানালে তার বাবার পা ও ভাইয়ের হাত ভেঙে দেন। মাকেও রেহাই দেননি। তাকেও মারধর করার অভিযোগ। এরপর তলোয়ার বের করেন সেলিম। তার সঙ্গীরা লোহার রড উঁচিয়ে ভয় দেখিয়ে তরুণীকে টানতে টানতে বাড়ি থেকে বের করে আনেন।

এক পর্যায়ে ওই তরুণী এবং তার পরিবার চিৎকার করতে থাকেন। তখন স্থানীয়রা জড়ো হন। ভয়ে তরুণীকে ফেলেই পালিয়ে যান অভিযুক্তরা। ওই তরুণী-তার পরিবার ও হবু বরকে খুনের হুমকিও দেন।

 

তবে পুলিশ এই ঘটনায় প্রথমে অভিযোগ নিতে রাজি হয়নি। পরে স্থানীয় এক হিন্দুত্ববাদী সংগঠন হস্তক্ষেপ করলে সক্রিয় হয় পুলিশ। তরুণী ও তার বাবার অভিযোগেরভিত্তিতে এফআইআর করে তদন্ত শুরু করেছে পুলিশ।