NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১৭, ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
মায়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টা আফতাব প্রত্যাহার ঈদে সব পশুর হাটে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বসবে : প্রাণিসম্পদ উপদেষ্টা মাউন্ট এভারেস্টে দুই পর্বতারোহীর মৃত্যু, একজন ভারতীয় এবার আমিরাতের সঙ্গে ২০ হাজার কোটি ডলারের চুক্তি করলেন ট্রাম্প ২২৫ রানের পুঁজি নিয়েও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের শিগগির বিয়ের পিঁড়িতে বসছেন ঋতাভরী ৭০ বছর বয়সে কান চলচ্চিত্র উৎসবে অনুপম খের সাম্য হত্যার আসামি গ্রেফতার করা পুলিশ টিম পেলো লাখ টাকা পুরস্কার ভাড়া কমানোর আহ্বান বেবিচকের, সায় দিলো এয়ারলাইনগুলো কাতারের বিমান উপহার: ট্রাম্পের সমালোচনা করছেন তার সমর্থকরাও
Logo
logo

বার্সার কোচ হয়ে খুশি ফ্লিক


খবর   প্রকাশিত:  ৩১ মে, ২০২৪, ০৮:৫৭ এএম

বার্সার কোচ হয়ে খুশি ফ্লিক

আগে থেকেই গুঞ্জন ছিল বার্সেলোনার দায়িত্বে আসছেন হ্যান্সি ফ্লিক। জাভি দায়িত্ব ছাড়ার পর থেকেই আলোচনার ডালপালা মেলতে শুরু করে। অবশেষে বায়ার্ন মিউনিখ ও জার্মানি জাতীয় দলের সাবেক কোচ হ্যান্সি ফ্লিকের কাঁধে উঠতে যাচ্ছে বার্সেলোনার দায়িত্ব। দুই বছরের জন্য স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে  চুক্তি করেছেন ফ্লিক।

 

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। বিবৃতিতে জানানো হয়েছে,  হ্যান্সি ফ্লিকের সঙ্গে চুক্তি ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত। বার্সেলোনা ও কোচ হ্যান্সি ফ্লিকের যৌথ সম্মতিতে দুই বছরের চুক্তি সম্পন্ন হয়েছে। 

বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা নতুন কোচ হিসেবে চুক্তি স্বাক্ষর করেছেন ফ্লিক।

সাথে ছিলেন সহ-সভাপতি রায়া যুস্তে ও স্পোর্টস ডিরেক্টর ডেকো।

 

কোচ হওয়ার পর এক প্রতিক্রিয়ায় ফ্লিক বলেন, ‘মহান এই ক্লাবের কোচ হতে পারা আমার জন্য অনেক সম্মানের। খেলায় আধিপত্য কিংবা আক্রমণাত্মক মনোভাবের দিক থেকে তার (লাপোর্তো ) দর্শনও আমার সঙ্গে মিল রয়েছে, । বার্সার হয়ে নতুন এই যাত্রা শুরু করতে পেরে আমি খুশি।