NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১৯, ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
নির্বাচন ডিসেম্বরেই হতে পারে তবে জুনের পরে নয় : প্রধান উপদেষ্টা নিউইয়র্কে ব্রুকলিন ব্রিজে জাহাজের ধাক্কায় নিহত ২, আহত ১৯ ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হতেই গাজা-ইয়েমেনে ইসরায়েলি হামলা জোরদার বিমানবন্দরে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক টাইব্রেকারে হেরে বাংলাদেশের যুবাদের কান্না ৯ মাসে জুলাই যোদ্ধাদের ওপর ৩৮ হামলা, নিহত ২ : বাংলাফ্যাক্ট সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর: কূটনীতির আলোচনায় উপেক্ষিত মানবাধিকার আরব আমিরাতকে হারিয়ে সিরিজে শুভ সূচনা টাইগারদের মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা
Logo
logo

স্মার্টফোন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হলেন ঐশী


খবর   প্রকাশিত:  ২৮ মে, ২০২৪, ০৬:৪৩ এএম

স্মার্টফোন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হলেন ঐশী

চীনের স্মার্টফোন ব্র্যান্ড ‘অনার’-এর (বাংলাদেশ) শুভেচ্ছাদূত হয়েছেন অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। এরপর বেশ কয়েকটি কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবার একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হলেন ঐশী। খবরটি গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী।

 

জানা গেছে, চীনের স্মার্টফোন ব্র্যান্ড ‘অনার’-এর (বাংলাদেশ) শুভেচ্ছাদূত হয়েছেন ঐশী। গত ২৩ মে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির নতুন মডেলের একটি ফোন বাজারে এসেছে। সেটার উন্মোচন অনুষ্ঠানে শুভেচ্ছাদূত হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

এ প্রসঙ্গে ঐশী বলেন, ‘এর আগে আমি হুয়াওয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলাম।

এটাও তাদেরই একটি ব্র্যান্ড। খোঁজ নিয়ে দেখলাম, এটি বিশ্ববাজারে অন্যতম জনপ্রিয় ফোন। এছাড়া তারা আমাকে যথাযথ সম্মান দিয়েছেন। এই সবকিছু ভেবেই যুক্ত হয়েছি।

 

ইতোমধ্যে প্রতিষ্ঠানটির জন্য একাধিক ফটোশুটেও অংশ নিয়েছেন ঐশী। শিগগিরই বিজ্ঞাপনচিত্রের কাজও করবেন। এছাড়া তাদের বিভিন্ন ইভেন্টেও দেখা যেতে পারে তাকে।

সুন্দরী প্রতিযোগিতার খেতাব জয়ের পর ‘মিশন এক্সট্রিম’ সিনেমা দিয়ে বড় পর্দায় পা রাখেন। ২০২১ সালে ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে দেখা যায় ঐশীকে।

সিনেমাটি যৌথভাবে নির্মান করেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। এরপর ‘ব্ল্যাক ওয়ার’-এও কাজ করেছেন তিনি। শুভর সঙ্গে ‘নূর’ নামে আরও একটি সিনেমার কাজও সেরে রেখেছেন ঐশী। যদিও অজ্ঞাত কারণে থমকে আছে সিনেমাটির মুক্তি। এছাড়া ‘রাত জাগা ফুল’ ও ‘আদম’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।