NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১৭, ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
মায়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টা আফতাব প্রত্যাহার ঈদে সব পশুর হাটে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বসবে : প্রাণিসম্পদ উপদেষ্টা মাউন্ট এভারেস্টে দুই পর্বতারোহীর মৃত্যু, একজন ভারতীয় এবার আমিরাতের সঙ্গে ২০ হাজার কোটি ডলারের চুক্তি করলেন ট্রাম্প ২২৫ রানের পুঁজি নিয়েও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের শিগগির বিয়ের পিঁড়িতে বসছেন ঋতাভরী ৭০ বছর বয়সে কান চলচ্চিত্র উৎসবে অনুপম খের সাম্য হত্যার আসামি গ্রেফতার করা পুলিশ টিম পেলো লাখ টাকা পুরস্কার ভাড়া কমানোর আহ্বান বেবিচকের, সায় দিলো এয়ারলাইনগুলো কাতারের বিমান উপহার: ট্রাম্পের সমালোচনা করছেন তার সমর্থকরাও
Logo
logo

বাবাকে ফোনে না পাওয়ায় ডিবিতে এসেছি: এমপি আনোয়ারুল আজিমের মেয়ে


খবর   প্রকাশিত:  ২২ মে, ২০২৪, ০৭:৫৭ পিএম

বাবাকে ফোনে না পাওয়ায় ডিবিতে এসেছি: এমপি আনোয়ারুল আজিমের মেয়ে

ভারতে চিকিৎসা নিতে যাওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের সঙ্গে যোগাযোগ করতে না পেরে সহায়তার জন্য ঢাকা মহানগর গোয়ন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে এসেছিলেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

ডিবি কার্যালয়ে তিনি ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে দেখা করেন এবং তার বাবাকে খুঁজে পেতে সহযোগিতা চান।

 

রোববার (১৯ মে) ডিবি কার্যালয় থেকে বেরিয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, ‘তিনদিন ধরে বাবাকে ফোনে পাচ্ছি না। তার মোবাইল ফোনটি মাঝে মাঝে খোলা পাই, আবার মাঝে মাঝে বন্ধ পাই। পরে আমি ডিবিপ্রধানের সঙ্গে যোগাযোগ করি। তিনি বলেছেন বিষয়টি তিনি দেখছেন। পরে আজ আমি ওনার কার্যালয়ে আসি। তিনি আমাদের সহযোগিতা করছেন। বাবাকে ফোনে না পাওয়ার কারণেই মূলত আমি ডিবি কার্যালয়ে এসেছি।’

আনোয়ারুল আজিম আনারের মেয়ে বলেন, ‘আমি নিজেও দ্রুত সময়ের মধ্যে ভারতে যাবো। ডিবিপ্রধান এ বিষয়ে কাজ করছেন, তাই ওনার কাছে এসেছি জানতে কেন বাবার মোবাইলটি বারবার বন্ধ পাওয়া যাচ্ছে।’

 

আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য নিয়মিত ভারতে যান কি না- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাবার কানে মেজর সমস্যা আছে। তার একটি কান বন্ধ থাকে। এজন্য তিনি চিকিৎসার জন্য নিয়মিত ভারতে যাওয়া-আসা করেন।’

চিকিৎসার জন্য তিনি ভারতের কোন জায়গায় গিয়েছিলেন- জানতে চাইলে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, ‘বাবা যাওয়ার আগে আমাদের বলেছেন, যেহেতু সংসদ বন্ধ, সে কারণে তিনি দুই থেকে তিনদিনের জন্য ভারতে যাবেন চিকিৎসার জন্য। তিনি প্রথমে ভারতের কলকাতায় যান। সেখানে পরিচিত একজনের বাসায় ওঠেন। ওনার বাসায় রাতে থাকেন।’

 

‘পরদিন সকালে বাবা কলকাতার ওনাকে বলেন একটা কাজ আছে, এটা বলে তিনি বের হয়ে যান। এরপর থেকে তাকে আর ফোনে পাওয়া যাচ্ছে না। সেটা আমাদের কলকাতার ওই ব্যক্তি জানিয়েছেন। এরপর আমরা বাবার সঙ্গে অনেকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু মোবাইল বন্ধ পাচ্ছি, আবার খোলাও পাচ্ছি। কিন্তু ফোন করলে কেউ ধরছে না। এই বিষয়গুলো আমি ডিবিকে জানিয়েছি। এছাড়া বাবার বর্তমান লোকেশন কোথায় সেটা জানার জন্য এখানে এসেছি।’ বলেন মুমতারিন ফেরদৌস ডরিন।

 

আনোয়ারুল আজিম আনার ভারতে গিয়ে অপহরণের শিকার হয়েছেন কি না, পরিবার কি এই সন্দেহ করছে? জানতে চাইলে তার মেয়ে বলেন, ‘না আমরা আপাতত এরকম কোনো সন্দেহ করছি না।’

 

ভারতে তার কোনো ধরনের ব্যবসায়িক লেনদেন ছিল কি না জানতে চাইলে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, ‘না এরকম কিছু নেই।’

পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ আমরা যোগাযোগ করেছি। প্রধানমন্ত্রী বিষয়টি দেখছেন এবং আমাদের আশ্বস্ত করেছেন। আমার বাবা যেহেতু তিনবারের সংসদ সদস্য, সেহেতু প্রধানমন্ত্রী নিশ্চয়ই তাকে ভালোবাসেন। সেহেতু সার্বিকভাবে তিনিও বিষয়টি দেখছেন।’

মুমতারিন ফেরদৌস ডরিন এদিন বিকেলে ডিবি কার্যালয়ে যান।

 

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কানের চিকিৎসার জন্য গত ১২ মে ভারতের কলকাতায় যান।