NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১৯, ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
নির্বাচন ডিসেম্বরেই হতে পারে তবে জুনের পরে নয় : প্রধান উপদেষ্টা নিউইয়র্কে ব্রুকলিন ব্রিজে জাহাজের ধাক্কায় নিহত ২, আহত ১৯ ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হতেই গাজা-ইয়েমেনে ইসরায়েলি হামলা জোরদার বিমানবন্দরে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক টাইব্রেকারে হেরে বাংলাদেশের যুবাদের কান্না ৯ মাসে জুলাই যোদ্ধাদের ওপর ৩৮ হামলা, নিহত ২ : বাংলাফ্যাক্ট সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর: কূটনীতির আলোচনায় উপেক্ষিত মানবাধিকার আরব আমিরাতকে হারিয়ে সিরিজে শুভ সূচনা টাইগারদের মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা
Logo
logo

সিনেমা প্রযোজনায় চৌধুরী জাফরউল্লাহ শারাফাত


খবর   প্রকাশিত:  ১৭ মে, ২০২৪, ০৪:৩৫ পিএম

সিনেমা প্রযোজনায় চৌধুরী জাফরউল্লাহ শারাফাত

এদেশের ক্রিকেট যখন একটু একটু করে বিশ্বমঞ্চে জায়গা করে নিচ্ছে তখন একটি কণ্ঠ বেতারের মাধ্যমে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিল।

অনেকটা এমনও বলা চলে দেশে ক্রিকেটের জনপ্রিয়তার পেছনে তার কণ্ঠের অবদানও কম নয়। তাই বাংলাদেশের ক্রিকেটাররা যখন আইসিসি স্ট্যাটাস নিয়ে দেশে ফিরলো তখন তাদের পাশাপাশি ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শারাফাতও বীরের সংবর্ধনা পেয়েছিলেন রাষ্ট্রের পক্ষ থেকে।

 

এক সময় শোবিজেও কাজ করেছেন চৌধুরী জাফরউল্লাহ শারাফাত। তাকে দেখা গেছে বিভিন্ন পণ্যের প্রচারণায় মডেল হিসেবে। তিনি কাজ করেছেন মিউজিক ভিডিওতে। প্রতীক-প্রীতম দুই ভাইয়ের আয়োজনে ‘বেয়াইন সাব’ গানের ভিডিওতে সিয়াম আহমেদ, জাহিদ হাসানদের সঙ্গে মডেল হয়েছিলেন তিনি।

সেইসাথে চৌধুরী জাফরউল্লাহ শারাফাত চমকপ্রদ তথ্যও দিলেন। তিনি বলেন, ‘খেলাধুলা নিয়ে সিনেমা তৈরি করতে চাই আমি। সেটা ক্রিকেট, ফুটবল বা যে কোনো খেলাই হতে পারে। এদেশে খেলাধুলা নিয়ে খুব বেশি নির্মাণ হয়নি। আমি তৈরি হচ্ছি। গল্প বাছাই চলছে। কিছু তথ্যচিত্রও তৈরি করতে চাই। এই প্রজন্মের জন্য আমাদের অনেক কিছু করার আছে বলে মনে করি। আমি আমার দায়িত্ব পালন করতে চাই।’

 

এদেশের ক্রিকেট তথা খেলাধুলার বাংলা ধারাভাষ্যকারদের গল্প যতদিন এ দেশের অলিতে গলিতে চলবে ততদিন সম্মানের সাথে উচ্চারিত হবে চৌধুরী জাফরউল্লাহ শারাফাতের নাম। তিনি চান, ধারাভাষ্যকারদের স্বীকৃতি দেয়া হোক।

তার ভাষ্য, ‘যখন এদেশের ক্রিকেট ছোট গণ্ডিতে ছিল আমরা চিৎকার করে করে তাদের সাহস দিয়ে গেছি। সারাদেশের আনাচে-কানাচে তাদের পৌঁছে দিয়েছি। আমাদের কণ্ঠের স্ফুলিঙ্গ থেকে ক্রিকেট-ফুটবলে তারকারা জ্বলজ্বল করতেন। তারা খেলতেন মাঠে, আমরা তাদের সঙ্গী হয়েছি কমেন্ট্রি বক্সে।

তিনি আরও বলেন, তখন রাষ্ট্র আমাদেরও সম্মানিত করত, সমাদর করত। ১৯৯৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী এবং আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিকেটারদের পাশাপাশি আমাদেরকেও সংবর্ধনা দিয়েছিলেন। এখন কিন্তু আমাদের নিয়ে কারো তেমন মাথাব্যথা নেই। এই পেশায় স্বীকৃতিও মিলছে না। অর্থ, সুবিধা অন্যান্য পেশার তুলনায় খুবই কম। তাই এখানে পেশাদারিত্ব মজবুত নয়। নতুনরা আগ্রহী হচ্ছেন না।’

 

দীর্ঘ সময় ক্রিকেটে ধারাভাষ্য দেওয়ার অনন্য দৃষ্টান্ত স্থাপন করা চৌধুরী জাফরউল্লাহ শারাফাত এ বিষয়ে প্রধানমন্ত্রীর সুনজর প্রত্যাশা করেছেন।