NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের উড়োজাহাজ শেখ হাসিনাকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুদকে তলব ভারত-পাকিস্তান সংঘাত, চীনের পর রাশিয়ার উদ্বেগ
Logo
logo

বাইডেনের বিরুদ্ধে হামাসের পাশে থাকার অভিযোগ তুললেন ট্রাম্প


খবর   প্রকাশিত:  ১৩ মে, ২০২৪, ০৭:১৭ এএম

বাইডেনের বিরুদ্ধে হামাসের পাশে থাকার অভিযোগ তুললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জো বাইডেনের বিরুদ্ধে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের পাশে থাকার অভিযোগ করেছেন। এর আগে বাইডেন ইসরায়েলে মার্কিন অস্ত্র পাঠানো বন্ধ করার হুমকি দিয়েছেন। গাজায় গোষ্ঠীটির বিরুদ্ধে যুদ্ধ চালানো দেশটি বাইডেনের অবস্থানকে ‘অসম্মানজনক’ বলে অভিহিত করেছে।

বাইডেন বুধবার সতর্ক করে দিয়েছিলেন, ইসরায়েল যদি গাজার রাফাহ শহরে তার দীর্ঘ হুমকিযুক্ত স্থল আক্রমণের দিকে এগিয়ে যায়, তবে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।

যুদ্ধের বেসামরিক প্রভাব সম্পর্কে এটি তার সবচেয়ে সরাসরি সতর্কবার্তা।

 

এদিকে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে যুদ্ধের বিরুদ্ধে ছড়িয়ে পড়া প্রতিবাদের কথা উল্লেখ করে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে পোস্টে বলেছেন, ‘কুটিল জো এই সন্ত্রাসীদের পক্ষ নিচ্ছেন, ঠিক যেমন তিনি আমাদের কলেজ ক্যাম্পাস দখল করে নেওয়া বিক্ষোভের পক্ষ নিয়েছেন।’

নিউ ইয়র্কে আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘ইসরায়েলের প্রতি বাইডেন, যা করছেন তা লজ্জাজনক। তিনি সম্পূর্ণরূপে ইসরায়েলকে পরিত্যাগ করেছেন এবং কেউ এটি বিশ্বাস করতে পারছে না।

 

অস্ত্রের চালান সীমিত করার জন্য নিজের দলের বাম পক্ষের ক্রমবর্ধমান চাপের মধ্যে বাইডেন গত সপ্তাহে ৯০৭ কেজি ওজনের এক হাজার ৮০০ বোমা এবং ৫০০ পাউন্ড ওজনের এক হাজার ৭০০ বোমা সরবরাহ বন্ধ করে দিয়েছেন। উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা, যুদ্ধবিরতি সমর্থনকারী জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে সায় দেওয়াসহ ইসরায়েলের প্রতি অসন্তোষ দেখানোর জন্য বাইডেন প্রশাসন আগেও ছোট ছোট পদক্ষেপ নিয়েছে।

 

ইসরায়েলে ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর গাজা যুদ্ধ শুরু হয়। ইসরায়েলের সরকারি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপির হিসাব অনুযায়ী, সেই হামলার ফলে এক হাজার ১৭০ জনেরও বেশি মানুষ মারা যায়, যাদের অধিকাংশই বেসামরিক।

পাশাপাশি হামলার সময় জিম্মি করা ১২৮ জন গাজায় রয়ে গেছে বলে অনুমান করা হয়, যার মধ্যে ৩৬ জন মারা গেছে বলে সামরিক বাহিনী জানিয়েছে। হামলার জবাবে ইসরায়েল হামাসকে নিশ্চিহ্ন করে বন্দিদের মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে। হামাস পরিচালিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে, ইসরায়েলের সামরিক আক্রমণের পর গাজায় এখন পর্যন্ত কমপক্ষে ৩৪ হাজার ৯০৪ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।