NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের উড়োজাহাজ শেখ হাসিনাকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুদকে তলব ভারত-পাকিস্তান সংঘাত, চীনের পর রাশিয়ার উদ্বেগ
Logo
logo

সঞ্চয় খরচ করে ফেলেছেন মার্কিনিরা, প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ


খবর   প্রকাশিত:  ০৯ মে, ২০২৪, ০৫:২৪ পিএম

সঞ্চয় খরচ করে ফেলেছেন মার্কিনিরা, প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ

করোনাভাইরাসের সময় অর্থ সঞ্চয় করে মার্কিনিরা। সমন্বিতভাবে দুই লাখ কোটি ডলারের বেশি জমায় দেশটির নাগরিকরা।

অর্থ সঞ্চয়ের কারণে পরবর্তী বছরগুলোতে খরচ করতে পারে তারা। ফলে উচ্চ সুদের হার ও মূল্যস্ফীতির মধ্যেও সবল থাকে দেশটির অর্থনীতি।

 

কিন্তু সেই জমানো অর্থ এখন শেষ হয়ে গেছে। ফলে ভবিষ্যতের প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অর্থনীতিবিদরা।

 

সান ফ্রান্সিসকো ফেডারেল রিজার্ভের অর্থনীতিবিদ হামজা আবদেলর হমান ও লুইজ এডগার্ড অলিভেরার মতে, মহামারিতে সঞ্চয়ের প্রবণতা বা সক্ষমতা মার্কিন অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।

এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিনিদের সঞ্চয়ের চেয়ে এখন ঋণ বেশি রয়েছে। মূলত চলতি বছরের মার্চের মধ্যে তাদের মহামারিকালীন সঞ্চয় শেষ হয়ে গেছে।

মার্কিন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে ভোক্তা ব্যয় এবং এক্ষেত্রে গত দুই বছর শক্তিশালী অবস্থান দেখা গেছে। কিন্তু এখন সঞ্চয় শেষ হয়ে যাওয়ায় ভোক্তাদের ব্যয়ে প্রভাব পড়তে পারে। এতে ক্ষতিগ্রস্ত হতে পারে মার্কিন অর্থনীতি।

 

এদিকে চলতি বছরের প্রথম প্রান্তিকে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি বেড়েছে এক দশমিক ছয় শতাংশ, যা অর্থনীতিবিদদের পূর্বাভাসের চেয়ে কম। কিছু বিশ্লেষক এরই মধ্যে অর্থনৈতিক পূর্বাভাস কমাতে শুরু করেছেন।