NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের উড়োজাহাজ শেখ হাসিনাকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুদকে তলব ভারত-পাকিস্তান সংঘাত, চীনের পর রাশিয়ার উদ্বেগ
Logo
logo

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত


খবর   প্রকাশিত:  ০৬ মে, ২০২৪, ১০:৪৯ পিএম

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত

সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাইয়ের মৃত্যুতে ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের তফসিল স্থগিত করা হয়েছে। এক সম্পূরক নির্বাচনী আবেদনে শুনানির পর সোমবার বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খালেকুজ্জামান।

 

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই গত ১৬ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ৫ জুন ভোটের দিন রেখে গত ২৩ এপ্রিল এই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। 

গত ২৫ এপ্রিল এ তফসিল স্থগিত চেয়ে সম্পূরক আবেদন করেন দ্বাদশ সংসদ নির্বাচনে এই আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম।

 

 

ইসির আইনজীবী মো. খালেকুজ্জামান কালের কণ্ঠকে বলেন, ‘হাইকোর্ট উপনির্বাচনটি ২১ দিনের জন্য স্থগিত করেছেন। আদেশটি কমিশনকে জানিয়েছি। নির্দেশনা পেলে এ স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।’