NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১৯, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
নির্বাচন ডিসেম্বরেই হতে পারে তবে জুনের পরে নয় : প্রধান উপদেষ্টা নিউইয়র্কে ব্রুকলিন ব্রিজে জাহাজের ধাক্কায় নিহত ২, আহত ১৯ ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হতেই গাজা-ইয়েমেনে ইসরায়েলি হামলা জোরদার বিমানবন্দরে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক টাইব্রেকারে হেরে বাংলাদেশের যুবাদের কান্না ৯ মাসে জুলাই যোদ্ধাদের ওপর ৩৮ হামলা, নিহত ২ : বাংলাফ্যাক্ট সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর: কূটনীতির আলোচনায় উপেক্ষিত মানবাধিকার আরব আমিরাতকে হারিয়ে সিরিজে শুভ সূচনা টাইগারদের মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা
Logo
logo

দর্শকদের স্বস্তি দিতে ভালো হলে ‘ডেডবডি’ মুক্তি দিতে চান ইকবাল


খবর   প্রকাশিত:  ০১ মে, ২০২৪, ১০:৫৫ এএম

দর্শকদের স্বস্তি দিতে ভালো হলে ‘ডেডবডি’ মুক্তি দিতে চান ইকবাল

“দেশে তীব্র তাপপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত। স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটছে, এই সময়ে তো যে কোনো প্রেক্ষাগৃহে ‘ডেডবডি’ মুক্তি দিতে পারি না। দর্শকরা যেন স্বস্তি পান এমন ভালো প্রেক্ষাগৃহের খোঁজ-খবর নিচ্ছি। তারপর মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছি।”

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন সিনেমাটির প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল।

 

তিনি বলেন, বাংলাদেশে এই মুহূর্তে যতগুলো ভালো প্রেক্ষাগৃহ আছে সবগুলোতে ‘ডেডবডি’র প্রদর্শনী হবে। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রেক্ষাগৃহগুলো ভালো নেই সেই প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি দেবো না।

মোহাম্মদ ইকবাল বলেন, এর মধ্যে বেশ কয়েকটি প্রেক্ষাগৃহ মালিক যোগাযোগ করেছেন, তাদের বিনয়ের সঙ্গে না করেছি। কেউ মানছেন, কেউ আবার বলছেন ঈদে ব্যবসা ভালো হয়নি। তাই আমার সিনেমা দিতে হবে। আমি সবসময় এককথার লোক, যা বলেছি তাই করবো। তাতে ৪০টা ভালো প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি দিতে রাজি আছি।

 

ভৌতিক ঘটনা অবলম্বনে প্রযোজক-পরিচালক মোহাম্মদ ইকবাল নির্মাণ করেছেন সিনেমা ‘ডেডবডি’। গত রোজার ঈদে সিনেমাটি মুক্তির কথা ছিল দেশের সিনেপ্লেক্সগুলোতে। তবে শেষ মুহূর্তে পিছিয়ে যায়। আগামী ৩ মে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

তীব্র তাপপ্রবাহ, দর্শকদের স্বস্তি দিতে ভালো হলে ‘ডেডবডি’ মুক্তি দিতে চান ইকবাল

সিনেমাটির মুক্তি সামনে রেখে গতকাল সোমবার (২৯ এপ্রিল) মোটরসাইকেল রোড শো ও সাধারণ মানুষের মধ্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন সিনেমাটির কলাকুশলীরা। দেড় শতাধিক মোটরসাইকেল ও পিকআপ ভ্যান এবং মাইক্রো নিয়ে সিনেমাটির শিল্পীরা পদযাত্রা করেন। এফডিসি থেকে পদযাত্রা বেরিয়ে ঢাকা বিশ্বিবদ্যালয়, নিউমার্কেট, ধানমন্ডি, শ্যামলী সিনেমা হল হয়ে এ রোডশো শেষ হয় মিরপুর সনি স্কয়ারে। এসময় উপস্থিত ছিলেন পরিচালক ইকবাল, অভিনেতা ওমর সানী, সংগীত পরিচালক এফ এ প্রীতম প্রমুখ।

 

ওমর সানী বলেন, প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছি। তবে এমন চরিত্রে এবারই প্রথম কাজ করেছি। যারা বাংলা সিনেমা ভালোবাসেন তাদের হলে এসে সিনেমাটি দেখার অনুরোধ করবো। সিনেমাটি নিয়ে আমি বেশ আশাবাদী।

 

‘ডেডবডি’তে অভিনয় করেছেন ওমর সানী, মিশা সওদাগর, শ্যামল মাওলা, জিয়াউল রোশান, মিষ্টি জাহান, রাশেদ মামুন অপু, কলকাতার এনিসহ অনেকেই। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ট্রেলার। আর ট্রেলার মুক্তির পর রীতিমতো এর প্রশংসায় মেতেছেন নেটিজেনরা।