NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের উড়োজাহাজ শেখ হাসিনাকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুদকে তলব ভারত-পাকিস্তান সংঘাত, চীনের পর রাশিয়ার উদ্বেগ
Logo
logo

এবার ঝিনাইদহ উপনির্বাচনে লড়বেন হিরো আলম


খবর   প্রকাশিত:  ২৯ মে, ২০২৪, ১০:১৪ পিএম

এবার ঝিনাইদহ উপনির্বাচনে লড়বেন হিরো আলম

বিভিন্ন উপনির্বাচনে অংশ নেওয়ার ধারাবাহিকতায় এবার ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের উপনির্বাচনেও প্রার্থী হচ্ছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম। তিনি হিরো আলম নামে সর্বাধিক পরিচিত। নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে গতকাল সোমবার সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

হিরো আলম বলেন, ‘আমি ঝিনাইদহ-১ আসনের লোকজনের কাছে প্রিয় এবং পরিচিত মুখ।

তাঁরাও চান আমি এই নির্বাচনে অংশগ্রহণ করি। তাঁরা আমাকে সাহায্য-সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। আমি আমার প্রতি তাঁদের ভালোবাসা দেখে সেখানে উপনির্বাচনে অংশ নিতে রাজি হয়েছি। আমিও তাঁদের আশ্বাস দিয়েছি, তাঁদের পাশে সব সময় থাকব।

 

এর আগে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম), বগুড়া-৬ (সদর) এবং সর্বশেষ ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশগ্রহণ করেন হিরো আলম। তবে প্রতিটি নির্বাচনেই হেরে জামানত বাজেয়াপ্ত হয়েছে তাঁর। নির্বাচনের প্রচার ও ভোটের দিন হামলার শিকারও হয়েছেন।

এর পরও ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘আমি সত্ এবং সাহসী মানুষ।

সবাই চান আমি যেন সংসদ সদস্য হয়ে সবার কথা বলি। সবার পাশে থাকি। তাই ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছি।’

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী আব্দুল হাইয়ের মৃত্যুতে ঝিনাইদহ-১ আসন শূন্য হয়। গত ২৩ এপ্রিল এই আসনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, আগামী ৫ জুন এ আসনের ভোটগ্রহণ হবে। রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ মে। 

 

মনোনয়নপত্র বাছাই ৯ মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৬ মে। ১৭ মে প্রতীক বরাদ্দ। ব্যালট পেপারে হবে এই নির্বাচন।