NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ৬, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

সভ্যতার বিনিময় ওপারস্পরিক শিক্ষা বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লক্ষ্য


প্রেমা: প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৮:০৫ এএম

সভ্যতার বিনিময় ওপারস্পরিক শিক্ষা বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লক্ষ্য

 

 

চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং বেইজিং পৌর সরকারের যৌথ উদ্যোগে, ১৪তম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ১৮ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত বেইজিংয়ে অনুষ্ঠিত হবে।   

উৎসবের লক্ষ্য হলো, সংস্কৃতি সমৃদ্ধ করা, সভ্যতার বিনিময় ও পারস্পরিক শিক্ষার প্রক্রিয়া জোরদার করা, চলচ্চিত্র-কর্মীদের সাথে হাতে হাত রেখে বৈশ্বিক চলচ্চিত্রের জন্য সুন্দর ভবিষ্যত সৃষ্টি করা, এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার জন্য গভীর ও স্থায়ী সাংস্কৃতিক শক্তি যোগানো।

দু’শরও বেশি দেশী-বিদেশী চলচ্চিত্র নির্মাতা ও অতিথি এবারের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের লাল গালিচায় অংশ নেবেন।  
১৪তম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামী মাসে শুরু হতে যাচ্ছে। বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘থিয়েনথান পুরস্কার’ বরাবরের মতো এবারও সবার দৃষ্টি আকর্ষণ করবে। সম্প্রতি ‘থিয়েনথান পুরস্কারের’ আন্তর্জাতিক জুরিবোর্ডের তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সার্বিয়ার বিখ্যাত পরিচালক এমির কুস্তুরিকা জুরিবোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। জুরিবোর্ডের ছয়'জন সদস্য হচ্ছেন: অস্ট্রেলিয়ার মুভির সাউন্ড ডিজাইনার ডেভিড ওয়াইটার, চীনা বংশোদ্ভূত প্রবাসী ক্রিস ফিলিপস, অস্ট্রিয়ার পরিচালক জেসিকা হাউসনার, ব্রাজিলের পরিচালক কার্লোস সালদানহা এবং চীনা অভিনেত্রী মা লি ও অভিনেতা চু ই লোং।

ইউরোপ, আমেরিকা, ওশেনিয়া এবং এশিয়ার ৭ জন চলচ্চিত্র ব্যক্তিত্ব নিয়ে গঠিত একটি নির্বাচন কমিটি যৌথভাবে আসন্ন ১৪ তম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলাকালীন ‘থিয়েনথান পুরস্কারের’ সেরা ১০টি পুরস্কারের জন্য প্রার্থী নির্বাচন করবেন।

এ ছাড়া, ২১ এপ্রিল থেকে ৪ঠা মে পর্যন্ত ‘চলচ্চিত্র কার্নিভাল” বেইজিংয়ের হুয়াইরৌ এলাকায় অনুষ্ঠিত হবে। তখন পুরো হুয়াইরৌ এলাকায় চলচ্চিত্র ও পর্যটনসহ ৪০টিরও বেশি কার্যক্রম আয়োজিত হবে।

একই সময়ে, ২০ এপ্রিল থেকে ৪ঠা মে পর্যন্ত, বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ৩১তম বিশ্ববিদ্যালয় ছাত্র চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। তখন উদ্বোধনী অনুষ্ঠান, ‘যৌবনের রাত’ সম্মানসূচক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান, চমৎকার গার্হস্থ্য চলচ্চিত্র সংগ্রহ ও নির্বাচন, যুব চিত্রনাট্য ও সৃজনশীলতার প্রতিযোগিতা, বিশ্ববিদ্যালয় ছাত্র চলচ্চিত্র সমালোচনা প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শনী, বিদগ্ধ ও শিল্প ফোরাম, ইত্যাদি আয়োজিত হবে।
সূত্র: প্রেমা, চায়না মিডিয়া গ্রুপ।