তিন দিনের সফরে ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদল। গত ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি হবে বাংলাদেশে প্রথম কোনো মার্কিন প্রতিনিধিদলের সফর।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মার্কিন প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে থাকবেন বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের (ইউএসটিআর) দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ। আগামী ২১ এপ্রিল তাঁদের বাংলাদেশে আসার কথা রয়েছে।