NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১৬, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করল যুক্তরাজ্য


খবর   প্রকাশিত:  ১৫ এপ্রিল, ২০২৪, ০৯:০৪ এএম

মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করল যুক্তরাজ্য

ইসরায়েলে ইরানের ড্রোন হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান এবং রিফুয়েলিং ট্যাংকার মোতায়েন করেছে যুক্তরাজ্য। কাতারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আল-জাজিরা ও বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতিতে ব্রিটিশ সরকার জানিয়েছে, সিরিয়া ও ইরাকে সশস্ত্র গোষ্ঠী আইএসআইএলের (আইএসআইএস) বিরুদ্ধে যুক্তরাজ্যের চলমানে অভিযান আরো সুদৃঢ় করবে এই বিমানগুলো। এ ছাড়া এগুলোর মাধ্যমে ওই অঞ্চলে দেশটির চলতি মিশনের পরিসরের মধ্যে যেকোনো বিমান হামলা প্রয়োজন অনুযায়ী আটকানো যাবে।

 

ব্রিটিশ সরকারের এক মুখপাত্র বলেন, রোমানিয়া থেকে বেশ কিছু যুদ্ধযান মধ্যপ্রাচ্যে স্থানান্তর করা হয়েছে। সেই অঞ্চলে আমাদের পদচারণা আরও বাড়াতে এই উদ্যোগ নেওয়া হলো।

বিবৃতিতে আরো বলা হয়, ইরানের হুমকি বেড়েছে। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

যার প্রতিক্রিয়ায় এই অঞ্চলের অংশীদারদের সঙ্গে কাজ করছে ব্রিটিশ সরকার। যাতে আর হামলা না হয়।

 

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। তাতে ইরানের সামরিক বাহিনীর দুই ব্রিগেডিয়ারসহ ১৩ কর্মকর্তা নিহত হন।

সেই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে প্রতিশোধ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে ইরান।

 

শনিবার (১৩ এপ্রিল) রাতে সেটারই জবাব দেওয়া হয়েছে। এ নিয়ে দীর্ঘদিন পর ইসরায়েলের ভূখণ্ডে প্রত্যক্ষ হামলা চালালো ইরান। তাতে মধ্যপ্রাচ্যে সংঘাত আরো বৃহৎ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: বিবিসি