NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১৯, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
নির্বাচন ডিসেম্বরেই হতে পারে তবে জুনের পরে নয় : প্রধান উপদেষ্টা নিউইয়র্কে ব্রুকলিন ব্রিজে জাহাজের ধাক্কায় নিহত ২, আহত ১৯ ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হতেই গাজা-ইয়েমেনে ইসরায়েলি হামলা জোরদার বিমানবন্দরে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক টাইব্রেকারে হেরে বাংলাদেশের যুবাদের কান্না ৯ মাসে জুলাই যোদ্ধাদের ওপর ৩৮ হামলা, নিহত ২ : বাংলাফ্যাক্ট সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর: কূটনীতির আলোচনায় উপেক্ষিত মানবাধিকার আরব আমিরাতকে হারিয়ে সিরিজে শুভ সূচনা টাইগারদের মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা
Logo
logo

ঈদে রাজকুমারের দাপট, কয়েক ঘণ্টায় শেষ অগ্রিম টিকিট


খবর   প্রকাশিত:  ১৬ এপ্রিল, ২০২৪, ০১:১৩ এএম

ঈদে রাজকুমারের দাপট, কয়েক ঘণ্টায় শেষ অগ্রিম টিকিট

ঈদ মানেই বাংলা সিনেমার রমরমা বাণিজ্য, ঈদ মানেই শাকিব খান। ঈদে শাকিব খানের সিনেমার মুক্তির অপেক্ষায় থাকেন লাখো সিনেমাপ্রেমী। এবারও ভক্তদের জন্য ‘রাজকুমার’ হয়ে পর্দায় হাজির হয়েছেন শাকিব খান। আর ঈদে শাকিব খানকে দেখতে ভক্তরা কতটা মুখিয়ে থাকে তার প্রমাণ পাওয়া গেল আরেকবার।

অনলাইনে টিকিট ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে রাজকুমারের টিকিট শেষ হয়ে গেছে।

 

ঈদে মুক্তি পেয়েছে ১১টি সিনেমা। যার মধ্যে আলোচনায় রয়েছে শাকিব খানের ‘রাজকুমার’। দর্শক চাহিদার কারণে মঙ্গলবার সন্ধ্যায় সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সবগুলো ছবির অগ্রিম টিকিট ছাড়ে।

অনলাইনে টিকিট ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে স্টার সিনেপ্লেক্সে মেগাস্টার শাকিব খানের এ সিনেমার টিকিট শেষ হয়ে গেছে। টিকিট না পেয়ে ফেসবুক কমেন্টে রাজকুমার সিনেমাটির শো বাড়িয়ে দেওয়ার জন্য সিনেপ্লেক্স কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে মন্তব্য করেছেন অনেকে।

 

সিনেপ্লেক্সের ওয়েবসাইট ঘাঁটলে স্পষ্ট দেখা যাচ্ছে, ঈদের প্রথম ও দ্বিতীয় দিন বসুন্ধরা সিটির সিনেপ্লেক্সে রাজকুমারের কোনো শোয়ের টিকিট নেই। এ ছাড়া সিনেপ্লেক্সের ধানমণ্ডি, মিরপুর, চট্টগ্রাম, রাজশাহী শাখার রাজকুমার ছবির শোয়ের সবগুলো টিকিট অলমোস্ট সোল্ড আউট!


‘রাজকুমার’ ছবির প্রযোজক ও ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান জানিয়েছেন, ঈদের প্রথম ও দ্বিতীয় দিনে রাজকুমারের বিক্রি হয়ে গেছে।

তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস- মুক্তির প্রথম দিন প্রথম শো থেকে দর্শক রাজকুমারকে আপন করে নেবেন।’

 

দেশের ১২৫টি সিনেমা হলে ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে 'রাজকুমার'। জানা যায়, ২১২টি সিনেমা হলের মধ্যে শাকিবের এই সিনেমা রেকর্ড পরিমাণ রেন্টালে চার ভাগের তিন ভাগ হল পেয়েছে। এতে করে কয়েক কোটি টাকা বুকিং মানি পেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমায় শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি, তারিক আনাম খান, মাহিয়া মাহি, ডাক্তার এজাজ, এরফান মৃধা শিবলু, দিলারা জামানসহ অনেকেই।