NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের উড়োজাহাজ শেখ হাসিনাকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুদকে তলব ভারত-পাকিস্তান সংঘাত, চীনের পর রাশিয়ার উদ্বেগ
Logo
logo

ইতালির সংসদের ভবিষ্যৎ নির্ধারণে আর বাকি কয়েক ঘণ্টা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:০২ পিএম

ইতালির সংসদের ভবিষ্যৎ নির্ধারণে আর বাকি কয়েক ঘণ্টা

আর্ন্তজাতিক ডেস্ক: ইতালির সংসদের উচ্চ কক্ষ সিনেটে বুধবার (২০ জুলাই) চলমান রাজনৈতিক সংকটের বিষয়ে ভাষণ দিবেন দেশটির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। প্রধানমন্ত্রী দ্রাঘির ভাষণের মধ্য দিয়েই নির্ধারিত হবে দেশটির চলমান সরকারের ভবিষ্যৎ।

বুধবার সকাল সাড় নয়টায় সিনেটের উচ্চ কক্ষে আইনপ্রণেতাদের উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। অধিবশেনে প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি অর্থনৈতিক বিপর্যয়ে সৃষ্ট দেশটির বিদ্যমান সংকট ও আগাম নির্বাচনের বিষয়ে ভাষণ দিবেন। খবর রয়টার্স

সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আগাম নির্বাচনের বিষয়ে দেশটির আইনপ্রণেতাদের প্রদত্ত মতামতের ফল প্রকাশ করা হবে। বৃহস্পতিবারও (২১ জুলাই) সরকারের ভবিষ্যৎ নিয়ে সিনেটের নিম্নকক্ষে একটি বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত ১৪ জুলাই ক্ষমতাসীন জোটে আস্থার ঘাটতির খবর জানিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। তবে তার পদত্যাগ প্রত্যাখ্যান করে সংসদে দৃঢ় সমর্থন অর্জনের প্রচেষ্টায় একটি ভাষণ দেয়ার পরামর্শ দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লা।

২০২১ সালে একাধিক দলের সঙ্গে জোট গঠন করে ইতালির প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন মারিও দ্রাঘি। তবে জোটে বর্তমানে বিভক্তি স্পষ্ট।

সম্প্রতি সিনেটে দ্রাঘি সরকারের ওপর আয়োজিত আস্থা ভোট থেকে নিজেদের প্রত্যাহার করেছিল জোট শরিক ফাইভ স্টার মুভমেন্ট। অপরদিকে জোটের অন্যান্য শরিক দলগুলো- ডানপন্থী লীগ দল এবং এর ফোরজা ইতালিয়া জানিয়ে দেয় ফাইভ স্টার মুভমেন্টের সঙ্গে তারা আর জোট থাকতে রাজি নয়।

এরপর প্রেসিডেন্ট মাতারেল্লার পরামর্শ অনুযায়ী সংসদের ভাষণ প্রদানের বিষয়ে রাজি হলেও দ্রাঘি বিশ্বাস করেন যে তার সরকারকে পুনরুজ্জীবিত করা যাবে না। ফলে প্রধানমন্ত্রী দ্রাঘি আরও একবার মাতারেল্লার কাছে পদত্যাগপত্র হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়ে রয়টার্সের খবরে।

ফলে নিশ্চিতভাবেই সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের শুরুতে দেশটিতে আগাম নির্বাচনের পথ খুলে যাবে। যদিও দ্রাঘির প্রস্থান দেশটিতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।