গোলাম মোয়াজ্জেম বলেন, ক্যাপাসিটি চার্জের পাশাপাশি বিদ্যুতের উৎপাদন ব্যয় বৃদ্ধির অন্যান্য কারণের মধ্যে রয়েছে উচ্চমূল্যে বিদ্যুত্ কেনা, এলএনজি ও তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দিকে ঝোঁক এবং বিদ্যুত্ কেনায় প্রতিযোগিতার অভাব। বিশেষ ক্ষমতা আইনে বিদ্যুত্ কেনার চুক্তির কারণে বিদ্যুতের দাম বাড়ছে।
সিপিডির গবেষণা পরিচালক আরো জানান, সর্বশেষ বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে প্রতি পরিবারে মাসিক ব্যয় গড়ে ৯.৫ শতাংশ, ক্ষুদ্র শিল্পে ৯.১২ শতাংশ, ব্যবসা ও অফিসে ৯.৭১ শতাংশ, শিল্পে ১০ শতাংশ এবং সেচে ১.০২ শতাংশ বিদ্যুত্ বিল বেড়েছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও এর সঙ্গে বেড়েছে।