NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
থানায় ভুক্তভোগীদের সঙ্গে ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে যুক্ত হলো নতুন বিধান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প জামিনে মুক্তি পেলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী লা লিগার ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড সোরলোথের ভারত ও পাকিস্তানকে সাধুবাদ জানালেন প্রধান উপদেষ্টা বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ গণহত্যাকারীরা বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে: উপদেষ্টা আসিফ ইসরায়েলি অবরোধের মধ্যে হামলায় গাজায় শিশুসহ নিহত ২১ যুদ্ধবিরতিকে ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ
Logo
logo

আমিরাতে বজ্রসহ প্রবল বৃষ্টিপাত


খবর   প্রকাশিত:  ১১ মার্চ, ২০২৪, ০৯:০৩ এএম

আমিরাতে বজ্রসহ প্রবল বৃষ্টিপাত

ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। ফলে ব্যাপক দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। ইতিমধ্যে বাসিন্দাদের সতর্ক করছে দেশটির পুলিশ। শনিবার (৯ মার্চ) সকাল থেকেই আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, রাস আল খাইমাহ, ফুজাইরাহসহ সব জায়গায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে।

 

 

আজ রবিবারেও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানা গেছে। এরপর ধারণা করা হচ্ছে, সন্ধ্যায় বৃষ্টিপাত কমে আসবে। আমিরাতের আবহাওয়া সংস্থা ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) এসব তথ্য জানিয়েছে। শুক্রবার ও শনিবারে হওয়া দেশটির বিভিন্ন অঞ্চলের বৃষ্টিপাত রেকর্ড করেছে সংস্থাটি।

সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে আল আইনে এবং আজমানে বজ্রপাত বেশি হয়েছে।

 

সংস্থাটি আরো জানিয়েছেন, দুবাইয়ের আল খাওয়ানিজ এবং উম হুরাইরে শনিবার সকালে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। পরবর্তী সময়ে দুবাইয়ের অন্যান্য অঞ্চলেও প্রবল বৃষ্টিপাত হতে থাকে। এদিকে আবহাওয়ার এমন বৈরী পরিস্থিতির জন্য সতর্কতা জারি করা হয়েছে।

 

প্রবল বর্ষণের কারণে রাস্তার দৃশ্যমানতা কমে যাওয়ায় গতি কমিয়ে গাড়ি চালানোর নিদের্শ দিয়েছে ট্রাফিক সংশ্লিষ্টরা। জনসাধারণদের বাড়ির বাইরে না বের হওয়ার অনুরোধও জানিয়েছে কর্তৃপক্ষ। এর পরও রাস্তায় ছাতা নিয়ে বের হতে দেখা গেছে কিছুসংখ্যক বাসিন্দাকে। আবহাওয়া দপ্তর গত সপ্তাহে জানিয়েছিল, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভূপৃষ্ঠের নিম্নচাপ সঙ্গে দক্ষিণাঞ্চল থেকে উত্তর-পশ্চিমাঞ্চলে দিকে বহমান আর্দ্র বাতাসের কারণে পুরো আমিরাতে ভারি থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।