NYC Sightseeing Pass
Logo
logo

খরচ কমাল বিসিবি: এক লাখের বদলে ৫০, ল্যাপটপের বদলে মোবাইল!


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৪, ০৫:৪৫ এএম

খরচ কমাল বিসিবি: এক লাখের বদলে ৫০, ল্যাপটপের বদলে মোবাইল!

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) টাকার ছড়াছড়ি, বার্ষিক এই আসরে খরচ হয় বিপুল অঙ্কের টাকা। রাজধানীর পাঁচ তারকা হোটেলে দেখা যায় দেশের নানা অঞ্চল থেকে আসা ক্রিকেট কর্তাদের আনাগোনা।

এবারও ব্যতিক্রম হয়নি, সারা দেশ সাশ্রয়ের পথে হাঁটলেও বিসিবির রমরমা বার্ষিক সাধারণ সভা বসেছে প্যাসিফিক সোনারগাঁও হোটেলে।

এবার বিসিবির কাউন্সিলদের সবাইকে দেওয়া হয়েছে ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন। ঢাকার বাইরে থেকে আসা কাউন্সিলররা রাতে থেকেছেন সোনারগাঁও হোটেলে। এজিএমে এভাবে দুহাত খুলে খরচ করলেও বিসিবি সম্প্রতি ব্যয় কমানোর সিদ্ধান্ত জানিয়েছে প্রকাশ্যে।

 

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের বহরটাও ছোট করা হয়েছিল একই যুক্তিতে। তাই স্বাভাবিকভাবেই এজিএমের এই বিপুল অঙ্কের খরচ নিয়ে উঠেছে প্রশ্ন। ‘পাঁচ তারকা হোটেলে আয়োজন না করে বিসিবিতে কি সভা করা যেত না?’ এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, আগের বারের চেয়ে খরচ কমিয়ে এনেছেন তারা।

তিনি বলেছেন, ‘গতবার এক লাখ দেওয়া হয়েছিল, এবার দিয়েছে ৫০ হাজার। ৫০ শতাংশ কাট। বলেন কী, এটা তো অনেক। গতবার দেওয়া হয়েছিল ল্যাপটপ, এবার মোবাইল। কত সেভ হইছে আপনাদের কোনো ধারণা নেই। ’

বিসিবির সর্বশেষ নির্বাচনের আগে হয়েছিল বার্ষিক সাধারণ সভা। সেবার বেশ জমজমাট আয়োজনে রেডিসন ব্লুতে এজিএম হয়েছিল। কাউন্সিলরদের দেওয়া হয়েছিল এক লাখ টাকা ও একটি ল্যাপটপ।