NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১৮, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
৯ মাসে জুলাই যোদ্ধাদের ওপর ৩৮ হামলা, নিহত ২ : বাংলাফ্যাক্ট সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর: কূটনীতির আলোচনায় উপেক্ষিত মানবাধিকার আরব আমিরাতকে হারিয়ে সিরিজে শুভ সূচনা টাইগারদের মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা
Logo
logo

বাকরুদ্ধ শাবনূর, জানালেন অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার কারণ


খবর   প্রকাশিত:  ০৩ মার্চ, ২০২৪, ০৬:০৩ পিএম

বাকরুদ্ধ শাবনূর, জানালেন অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার কারণ

গত বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় এসেছিলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। দেশে ফিরেই ঘোষণা দেন নতুন ছবির। জানানো হয় ‘মাতাল হওয়া’ শিরোনামে সিনেমাটি নির্মাণ করবেন চয়নিকা চৌধুরী। তবে সেটির শুটিং কবে নাগাদ হবে সে বিষয়ে কিছুই জানাননি পরিচালক।

এর পরপরই শাবনূরের আরো একটি নতুন সিনেমার খবর সামনে আসে। তরুণ নির্মাতা আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’তেও অভিনয় করবেন তিনি। তাঁকে নিয়ে ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় এর মহরত। সেখানে একই নির্মাতার নতুন আরো একটি সিনেমায় অভিনয় করার কথা জানান শাবনূর।
সে সময় জানানো হয়, সিনেমা দুটির শুটিংয়ের প্রস্তুতি চলছে। শুধু এ সিনেমাগুলোই নয়, নতুন আরো কিছু কাজ করবেন তিনি।

 

তবে এর মধ্যেই খবর পাওয়া যায়, অনেকটা গোপনেই দেশ ছেড়েছেন শাবনূর। ফিরে গেছেন অস্ট্রেলিয়ায়।

আর সেটি হয়েছে ‘রঙ্গনা’র মহরতের পরপরই। এসব নিয়ে সংবাদমাধ্যমে নানা সংবাদও বেরিয়েছে।

 

এসব নিয়ে স্বাভাবিকভাবে এত দিন চুপ ছিলেন শাবনূর। আজ তাঁর ফেসবুক পেজে লিখেছেন বিস্তারিত। তবে বিস্তারিত বলার আগেই দেশের গণমাধ্যমের সংবাদকে একহাত নিয়েছেন তিনি।

তিনি বলেন, গত ১.০৩.২০২৪ তারিখ থেকে আমি লক্ষ করছি, আমার অস্ট্রেলিয়া ফিরে আসাকে কেন্দ্র করে মিডিয়াতে বিভ্রান্তিকর খবর, দেখেশুনে মনে হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া গুজব ছড়ানো হচ্ছে। কিছু ভুঁইফোড় অনলাইন ও সোশ্যাল মিডিয়া বলার চেষ্টা করছে আমি নাকি সিনেমার ঘোষণা দিয়ে গোপনে দেশ ছেড়েছি, কবে ফিরব সেটা জানেন না কেউ, চিন্তায় পড়েছেন সিনেমাগুলোর পরিচালকরা। তারা রং-ঢং মাখিয়ে আরো কত কিছু রটাচ্ছে! আশ্চর্যের ব্যাপার, এদের দেখাদেখি মূলধারার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াও মনগড়া খবর প্রকাশ করে ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় যোগ দিয়েছে। আমার সাথে কথা না বলেই যে যার মতো করে মনগড়া সংবাদ পরিবেশন করেই যাচ্ছে।’

 

তিনি অস্ট্রেলিয়া ফিরে যাওয়ার কারণ প্রসঙ্গে বলেন, ‘দেশের প্রায় সবাই জানেন, আমি এবং আমাদের পরিবারের অন্য সদস্যরা স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করি। আমার ছেলে এখনে স্কুলে পড়াশোনা করে। কোনো দরকার হলে বা লং হলিডেতে দেশে ঘুরতে আসি, আবার যখন প্রয়োজন হয় অস্ট্রেলিয়া ফিরে যাই। তাই আমাকে কি ঢাকঢোল পিটিয়ে বলতে হবে কখন দেশে আসব বা কখন দেশ ছাড়ব? এখানে গোপনে দেশ ত্যাগের কী আছে? আমি প্রায় তিন সপ্তাহ পূর্বেই অস্ট্রেলিয়া চলে এসেছি। কিন্তু এত দিন পর মনে হয় কারো কারো ঘুম ভাঙল!’

তবে তার ফিরে যাওয়ার বিষয়ে পরিচালকরা জানেন বলে জানান তিনি। তিনি বলেন, ‘আরো একটি কথা, যে ছবির মহরত হয়েছে সেটার শুটিং সময়মতোই হবে। আমার অস্ট্রেলিয়া ফিরে আসার কারণ ও সময় নেওয়ার বিষয়ে সিনেমার সাথে সংশ্লিষ্টরা অবগত আছেন। আমি সবাইকে বিনীত অনুরোধ করব, আপনারা কোনো গুজবে বা ভুয়া খবরে বিভ্রান্ত হবেন না। কোনো গুরুত্বপূর্ণ বিষয় হলে বা অন্য কোনো সিনেমার আপডেট থাকলে আমিই আপনাদেরকে সময়মতো জানাব।’

তবে এই পোস্টের মাধ্যমে বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের প্রতি শোক জানান এই নায়িকা। তিনি বলেন, ‘বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের ঘটনায় আমি শোকাহত, বাকরুদ্ধ। আল্লাহ পাক যেন নিহতদের পরিবারের সবাইকে এই শোক সইবার শক্তি দান করেন এবং আহত ও ক্ষতিগ্রস্তদের ধৈর্য দান করেন।’