NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

আফগানিস্তানে ভারি তুষারপাতে নিহত ১৫


খবর   প্রকাশিত:  ০৩ মার্চ, ২০২৪, ০৮:০৩ এএম

আফগানিস্তানে ভারি তুষারপাতে নিহত ১৫

গত তিন দিনে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে ভারি তুষারপাতে ১৫ জন প্রাণ হারিয়েছেন এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে আফগানিস্তানের প্রথম সংবাদভিত্তিক চ্যানেল টোলো নিউজ জানিয়েছে। তারা আরো জানিয়েছে, বালখ এবং ফারিয়াব প্রদেশে সাম্প্রতিক তুষারপাতের কারণে প্রায় ১০ হাজার গবাদি পশুর মৃত্যু হয়েছে। 

সার-ই-পুল এলাকার বাসিন্দা আব্দুল কাদিন জানান, আফগানদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে। এখনো অব্যাহত রয়েছে তুষারপাত, অনেক রাস্তা আটকে আছে, চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

আমানুল্লাহ নামের আরেক বাসিন্দা বলেন, এ পরিস্থিতিতে খুব দ্রুত সরকারি সাহায্য প্রয়োজন। আফগানিস্তান বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। বিশেষ করে গবাদি পশুর মালিকদের ক্ষতি মোকাবেলা করার জন্য। কর্তৃপক্ষ বলখ, জাওজান, বাদঘিস, ফারিয়াব এবং হেরাত প্রদেশে পশুসম্পদ মালিকদের সহায়তার জন্য পঞ্চাশ মিলিয়ন আফগান মুদ্রা বরাদ্দ করেছে।

 

কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তালেবান নিযুক্ত মুখপাত্র মিসবাহউদ্দিন মুস্তাইন জানান, প্রদেশে গঠিত কমিটি দ্রুত কাজ করছে। কমিটিগুলো অবরুদ্ধ রাস্তাগুলো খোলার, ক্ষতিগ্রস্তদের খাদ্য ও পশুখাদ্য বিতরণ এবং ভারি তুষারপাতের পর আটকে পড়াদের উদ্ধার করতে সক্রিয়ভাবে কাজ করছে।

আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র এরফানুল্লাহ শারাফজোই বলেছেন, শীতকালীন পরিষেবাকর্মীরা ইতিমধ্যে বাদঘিস, ঘোর, ফারাহ, কান্দাহার, হেলমান্দ, জাওজান এবং নুরিস্তানের মতো প্রদেশে সহায়তা প্রদান করেছে। তীব্র তুষারপাতের ফলে সালাং গিরিপসহ প্রধান পরিবহন রুট বন্ধ হয়ে গেছে এবং ঘোর, বাদঘিস, গজনি, হেরাত এবং বামিয়ানের মতো বিভিন্ন প্রদেশে প্রবেশাধিকার বন্ধ হয়ে গেছে।

 

ফারিয়াবের প্রাদেশিক গভর্নরের মুখপাত্র ইসমাতুল্লাহ মুরাদি জানিয়েছেন, প্রদেশে ভারি তুষারপাতের ফলে বেশির ভাগ জেলায় রাস্তা বন্ধ হয়ে গেছে, প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা আটকা পড়েছে।  তুর্কমেনিস্তান সীমান্তের চাহার সাদা জেলায় এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন বলে টোলো নিউজ জানিয়েছে।