গত বছর ১৮ জানুয়ারি শুটিং স্পটে অগ্নিদগ্ধ হন অভিনেত্রী শারমিন আঁখি। এক বছর চিকিৎসা শেষে আবার কাজ শুরু করেছেন মঞ্চে। তাঁর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।
চেনা জগতে ফিরলেন, আপনাকে স্বাগতম...
ধন্যবাদ।
খবর প্রকাশিত: ০১ মার্চ, ২০২৪, ০৫:২৬ পিএম
গত বছর ১৮ জানুয়ারি শুটিং স্পটে অগ্নিদগ্ধ হন অভিনেত্রী শারমিন আঁখি। এক বছর চিকিৎসা শেষে আবার কাজ শুরু করেছেন মঞ্চে। তাঁর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।
চেনা জগতে ফিরলেন, আপনাকে স্বাগতম...
ধন্যবাদ।
গত এক বছরের দিনগুলো কেমন ছিল?
পুরো ছয় মাস তো ছিলাম অন্ধকার ঘরে। কালো কাপড় দিয়ে ঘেরা ছিল চারপাশ। রোদ কিংবা আলোর সামনে যেতে পারতাম না।
কাজ শুরুর ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নিয়েছেন?
আমি তো মেকআপ নেব না।
দুর্ঘটনার পর অভিনয়শিল্পী সংঘ আপনার বিষয়টি নিয়ে একটা টিম করেছিল। ক্ষতিপূরণ পেয়েছেন?
না। পাইনি। হয়তো অভিনয়শিল্পী সংঘ বিষয়টি ভুলেই গেছে। তারাও আমার সঙ্গে যোগাযোগ করেনি, আমিও আর ইচ্ছা করে কিছু বলিনি। সংগঠনগুলো আসলে শিল্পীদের কাজে আসে বলে মনে হয় না। আমি মরেও যেতে পারতাম। শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। অথচ তারা বিষয়টি আমলেই নিল না। এখন আমি নিজেকে গুছিয়ে নিয়েছি। যে ক্ষতি হয়েছে, সেটাও মেনে নিয়েছি। ওই যে বললাম না, একটা বছর অন্ধকার ঘরে থেকে অনেক বিষয়ে উপলব্ধি হয়েছে। এখন আর অভিযোগ রাখতে চাই না কারো প্রতি।
এই এক বছরে সহকর্মীদের পাশে পেয়েছিলেন?
হ্যাঁ, আমার কয়েকজন সহকর্মী সব সময় যোগাযোগ করেছে। মানসিকভাবে সাপোর্ট করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। হয়তো সেই সময় সাপোর্টটা না পেলে বেঁচে থাকাটাই কঠিন হয়ে যেত।
আগামী বছর আপনাকে পুরোদমে কাজে পাওয়া যাবে?
অবশ্যই। এই একটা বছর আরো বেশি নিজেকে কাজের জন্য প্রস্তুত করে তুলব। অভিনয়ের বিষয়ে পড়াশোনাও করব অনেক। বাসায় থাকলে বিদেশি সিনেমা, সিরিজ দেখব। ভক্তদের কথা দিচ্ছি, আগামী বছর পর্দায় নতুন এক শারমিন আঁখিকে দেখতে পাবেন।