NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১৯, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
নির্বাচন ডিসেম্বরেই হতে পারে তবে জুনের পরে নয় : প্রধান উপদেষ্টা নিউইয়র্কে ব্রুকলিন ব্রিজে জাহাজের ধাক্কায় নিহত ২, আহত ১৯ ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হতেই গাজা-ইয়েমেনে ইসরায়েলি হামলা জোরদার বিমানবন্দরে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক টাইব্রেকারে হেরে বাংলাদেশের যুবাদের কান্না ৯ মাসে জুলাই যোদ্ধাদের ওপর ৩৮ হামলা, নিহত ২ : বাংলাফ্যাক্ট সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর: কূটনীতির আলোচনায় উপেক্ষিত মানবাধিকার আরব আমিরাতকে হারিয়ে সিরিজে শুভ সূচনা টাইগারদের মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা
Logo
logo

ইজতেমায় বাংলাদেশি মেয়েকে বিয়ে করলেন শ্রীলঙ্কান যুবক


খবর   প্রকাশিত:  ১২ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:১৩ পিএম

ইজতেমায় বাংলাদেশি মেয়েকে বিয়ে করলেন শ্রীলঙ্কান যুবক

টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ১৪ যুগলের যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। এরমধ্যে একজন বিদেশি রয়েছেন। যিনি বাংলাদেশের এক মেয়েকে বিয়ে করেছেন। বাদ আসর ইজতেমার বয়ান মঞ্চের পাশেই যৌতুকবিহীন বিয়ের আসর বসে। বিদেশি ওই মেহমানের বাড়ি শ্রীলঙ্কায়। তার নাম রাসেদ। তিনি বাংলাদেশের মেয়ে শারমিন আক্তারকে বিয়ে করেছেন।

 

 

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি জানিয়েছেন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম।


ভারতের দিল্লি মারকাজের মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ ময়দানে মাশোয়ারার কামরায় যৌতুকবিহীন বিয়ে পড়ান। বিয়েতে মোহরানা ধার্য করা হয় ‘মোহর ফাতেমি’র নিয়মানুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানা ধরা হয় দেড়শত তোলা রূপা বা এর সমমূল্যের অর্থ।


১৪ দম্পত্তিরা হলেন; ১. হোমায়ার ইসলাম ও হুরাইরা জামান, ২. মো. আলাউদ্দিন ও সুমাইয়া ইসলাম, ৩. মো. হাবিবুর রহমান ও মুক্তা আক্তার, ৪. মো. ওমর ও ইশরাত জাহান, ৫. সুজন আহমেদ ও মায়মুনা আক্তার, ৬. রাতুল ও মায়মুনা আক্তার, ৭. রাসেদ (শ্রীলঙ্কার মেহমান, বিয়ে করেছেন বাংলাদেশের মেয়ে) ও শারমিন আক্তার, ৮. ওমায়ের ইসলাম ও মুনিম আক্তার, ৯. মো. শাওন ও ছবিনা আক্তার, ১০. মো. মছুরুল হক ও শাদিয়া মাহমুদ, ১১. ফজলে রাব্বি ও মোহনা সুলতানা, ১২. মো. ছাব্বির হাসান মোছাম্মদ ও হালিমা আক্তার, ১৩. মো. ইজমাইন ও ফাতেমা আক্তার এবং ১৪. মো. আজম খান ও সুমাইয়া ইসলাম।

 


এর আগে ইজতেমার প্রথম পর্বে ৩ ফেব্রুয়ারিতে ৭২ দম্পতির যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়।


আয়োজকরা জানান, কনের সম্মতিতে দু্ইপক্ষের লোকজনের উপস্থিতিতে এসব বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর বয়ান মঞ্চ থেকে মোনাজাতের মাধ্যমে নবদম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়। এ সময় মঞ্চের আশপাশের মুসল্লিদের মাঝে খোরমা-খেজুর ছিটিয়ে দেয়া হয়।