NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১৮, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
৯ মাসে জুলাই যোদ্ধাদের ওপর ৩৮ হামলা, নিহত ২ : বাংলাফ্যাক্ট সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর: কূটনীতির আলোচনায় উপেক্ষিত মানবাধিকার আরব আমিরাতকে হারিয়ে সিরিজে শুভ সূচনা টাইগারদের মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা
Logo
logo

শাকিবের লুক নিয়ে ট্রল, জবাব দিলেন অপু বিশ্বাস


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:২৭ পিএম

শাকিবের লুক নিয়ে ট্রল, জবাব দিলেন অপু বিশ্বাস

‘প্রিয়তমা’ ছবির সাফল্যের পর হিমেল আশরাফ শুরু করেছেন ‘রাজকুমার’ ছবির শুটিং। এরই মধ্যে বাংলাদেশের অংশের শুটিং প্রায় শেষ। গত মঙ্গলবার এফডিসিতে হয়েছে সিনেমাটির একটি গানের শুটিং। গানের শুটিংয়ের ছবি প্রকাশ্যে আসার পর শাকিবের লুক নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।

 

তার নতুন লুক নিয়ে বেশিরভাগ মানুষ প্রশংসা করলেও ট্রল করতে ছাড়ছেন না অনেকেই। এবার সেই ট্রলের বিষয়ে কথা বললেন অপু বিশ্বাস। অপু বিশ্বাস বলেন, ‘আমার কাছে শাকিব খানের লুক অত্যন্ত ভালো লেগেছে। কিছু মানুষ এটাকে নানানভাবে ট্রল করছে।

এটা দেখে অবাক হচ্ছি। যারা ট্রল করে, তারা একটা ভিডিওর নিচে ছোট্ট কমেন্ট বক্সে ট্রল করে। তাদের লিমিটেশন ১৯০ শব্দ। ১৯০ দিন কাজ করেও কিন্তু সামনে আসার ক্ষমতাটা নেই।
অনেকেই আমাদের সামনে আসতে তারা কাউকে না কাউকে ক্যাশ করে। কিন্তু তারা পাবেনা। সুতরাং এসব বিষয় নিয়ে আমাদের ভাবনা না থাকাটাই ভালো।’

 

এই সমস্ত মানুষদের মানসিকতা ইতিবাচক হওয়া দরকার বলেও মনে করেন অপু। তার কথায়, ‘দিন দিন আমাদের এই জায়গাটা নোংরা হয়ে যাচ্ছে।

যারা নোংরা করছে তারা তাদের ঘরে বসে নোংরা করছে। ইন্ডাস্ট্রির ক্ষতি করার দরকার কি? এই সমস্ত মানুষদের তাদের মানসিকতা পজিটিভ হওয়া দরকার।’

 

নিজের কাজ নিয়ে অপু বলেন, ‘যারা আমাকে পছন্দ করে না তাদের কাছে তো আমার কোনো কাজই ভালো না। আমার কাজ একজন মানুষ কীভাবে নিচ্ছে সেটার দেখার সময় বা মানসিকতা আমার নেই। আমি কি কাজ করছি সেটাই গুরুত্বপূর্ণ বিষয়।’

প্রসঙ্গত, আগামী ৯ ফেব্রুয়ারি সারাদেশে মুক্তি পাচ্ছে দ্বীন ইসলাম পরিচালিত অপু বিশ্বাসের সিনেমা ‘ট্রাপ’। এতে অপুর বিপরীতে অভিনয় করেছেন জয় চৌধুরী।  আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদসহ আরও অনেকে।