NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১৯, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
নির্বাচন ডিসেম্বরেই হতে পারে তবে জুনের পরে নয় : প্রধান উপদেষ্টা নিউইয়র্কে ব্রুকলিন ব্রিজে জাহাজের ধাক্কায় নিহত ২, আহত ১৯ ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হতেই গাজা-ইয়েমেনে ইসরায়েলি হামলা জোরদার বিমানবন্দরে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক টাইব্রেকারে হেরে বাংলাদেশের যুবাদের কান্না ৯ মাসে জুলাই যোদ্ধাদের ওপর ৩৮ হামলা, নিহত ২ : বাংলাফ্যাক্ট সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর: কূটনীতির আলোচনায় উপেক্ষিত মানবাধিকার আরব আমিরাতকে হারিয়ে সিরিজে শুভ সূচনা টাইগারদের মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা
Logo
logo

সংসদের উদ্বোধনী অধিবেশনে অনুপস্থিত মাশরাফি-সাকিব


খবর   প্রকাশিত:  ৩১ জানুয়ারী, ২০২৪, ১১:০১ এএম

সংসদের উদ্বোধনী অধিবেশনে অনুপস্থিত মাশরাফি-সাকিব

সংসদের উদ্বোধনী অধিবেশনে অনুপস্থিত ছিলেন দুই তারকা ক্রিকেটার হুইপ মাশরাফি বিন মর্তুজা ও সংসদ সদস্য সাকিব আল হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের সিলেট পর্বের খেলায় বাংলাদেশ জাতীয় দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার মাশরাফি ও সাকিব খেলছেন। এ কারণে আজ মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বৈঠকে তারা যোগ দিতে পারেননি।

৩০ জানুয়ারি দুপুর দেড়টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স।

অপর ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে নামে সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশাল।

 

এই দুই ম্যাচের প্রথমটিতে রংপুরের হয়ে মাঠে নেমেছেন সাকিব এবং দিনের দ্বিতীয় ম্যাচে সিলেটের হয়ে খেলেন মাশরাফি। বিপিএলের ম্যাচ খেলতে সিলেটে থাকার কারণে সাকিব-মাশরাফির সংসদে যোগ দেয়নি বলে জানা গেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হন সাকিব এবং নড়াইল-২ থেকে মাশরাফি।

মাশরাফিকে এবার সংসদের হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়।