মার্কিন কংগ্রেসের রিপাবলিকান সদস্যরা ইউক্রেনের জন্য সহায়তা তহবিলে সমর্থন না দেওয়ায় গত শুক্রবার তাঁদের তিরস্কার করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন সরকার মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্র সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসীদের ঢল ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ—এ অভিযোগে রিপাবলিকান সদস্যরা ইউক্রেনের সহায়তা বিল আটকে রেখেছেন।
প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য সহায়তা বিল পাসের তাগিদ দিয়ে এক বিবৃতিতে বলেছেন, ‘সীমান্ত সমস্যা নিরসনে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের সদস্যরাই নিবিড়ভাবে কাজ করছেন। আলোচনার মধ্য দিয়ে আইন পাস হলে আমাদের দেশের সীমান্ত সুরক্ষিত করার জন্য সবচেয়ে কঠিন এবং ন্যায্যতম সংস্কার হবে এটি।