NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১৮, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
৯ মাসে জুলাই যোদ্ধাদের ওপর ৩৮ হামলা, নিহত ২ : বাংলাফ্যাক্ট সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর: কূটনীতির আলোচনায় উপেক্ষিত মানবাধিকার আরব আমিরাতকে হারিয়ে সিরিজে শুভ সূচনা টাইগারদের মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা
Logo
logo

আগামীকাল মঞ্চে বন্যা মির্জার ‘পারো’


খবর   প্রকাশিত:  ২৫ জানুয়ারী, ২০২৪, ০৫:৩১ এএম

আগামীকাল মঞ্চে বন্যা মির্জার ‘পারো’

মঞ্চে ফিরছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা। আগামীকাল প্রদর্শিত হবে তাঁর মঞ্চ নাটক ‌‘পারো’। নাট্যদল দেশ নাটকের ২৫তম প্রযোজনা এটি। লেখা ও নির্দেশনা দিয়েছেন নাট্যকার মাসুম রেজা।

বন্যা ছাড়াও এতে অভিনয় করেছেন অভিনেত্রী সুষমা সরকার।

 

জানা গেছে, শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় নাটকটির মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। এর আগে, আজ সন্ধ্যায়ও নাটকটির একটি প্রদর্শনী ছিল।

গত ডিসেম্বরে আমেরিকা থেকে দেশে ফিরেছেন বন্যা মির্জা।

এরপর থেকেই তিনি নাটকটি নিয়ে ব্যস্ত। মহড়া চলাকালে ‘পারো’ নাটকের বিষয়ে  ন্যা জানিয়েছেন, এটি মূলত একটা মেয়ের গল্প; একক নারীর গল্প। কোভিডের সময় ভার্চ্যুয়ালি এর মহড়া হয়েছিল। এরপর ২০ দিনের প্রস্তুতিতে এটি মঞ্চে আসছে।

 

প্রসঙ্গত, নাট্যদল দেশ নাটকে নিয়মিত কাজ করছেন বন্যা মির্জা। একই নাট্যদলের হয়ে তাঁকে সর্বশেষ দেখা গেছে ‘জলবাসর’ নামের একটি নাটকে।