NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

রুকুর তাসবিহ সেজদায় পড়ে ফেললে যা করবেন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৪:৪৮ পিএম

>
রুকুর তাসবিহ সেজদায় পড়ে ফেললে যা করবেন

নামাজ পড়ার সময় কেউ যদি ভুলে রুকুর তাসবিহ সেজদাতে আর সেজদার তাসবিহ রুকুতে পড়ে ফেলে, অর্থাৎ রুকুতে ‘সুবহা-না রব্বিয়াল 'আলা’ পড়ে অথবা সেজদায় ‘সুবহা-না রব্বিয়াল 'আযীম’ পড়ে তাহলে তার কী করণীয়?

যা করণীয়

নবীজি (সা.) রুকু ও সিজদার মধ্যে আল্লাহর প্রশংসা মূলক বিভিন্ন বাক্য ও দোয়া পড়তেন। এগুলো একটার জায়গায় আরেকটা পড়লে কোনো সমস্যা নেই। যেকোনো ধরনের তাসবিহ যদি কেউ রুকুতে পড়ে তাহলে তার রুকু হয়ে যাবে। আর সিজদাহর মধ্যে যেকোনো ধরনের তাসবিহ পড়লেও সিজদাহ হয়ে যাবে।

যেমন সেজদায় সুবহানা রব্বিয়াল আজিম পড়া, রুকুতে সুবহানা রব্বিয়াল আলা বলা। এতে কোনো সমস্যা নেই। এর কারণে সেজদায়ে সাহু ওয়াজিব হবে না। -কিতাবুস সালাত, প্রথম অধ্যায়।

তবে ইচ্ছাপূর্বকভাবে এমনটি করা ঠিক নয়। নামাজে অমনযোগীতার বিষয়টি গ্রহণযোগ্য নয় এবং সঠিক নয়। কারণ দুনিয়া ও আখেরাতের সফলতার একমাত্র উপায় হচ্ছে নামাজ। কিন্তু সতর্ক না হওয়ায় নামাজে মনযোগ থাকে না। যিনি সত্যিকার নামাজের প্রতি মনযোগী হবেন অথবা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করবেন, তার এ ধরনের উল্টা-পাল্টা কাজ কোনোভাবেই হবে না।

রুকুর তাসবিহ

হাদিসে এসেছে, আল্লাহর রাসুল (সা.) রুকুতে গেলে এই দোয়া পড়তেন—

سُبْحَانَ رَبِّيَ الْعَظِيْمِ.

উচ্চারণ : সুবহানা রাব্বিয়াল আজিম। অর্থ : আমি আমার মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি। দোয়াটি তিনবার বা ততোধিক (পাঁচ/সাতবার) পড়া ভাল।

সেজদার তাসবিহ

সিজদায় আমরা সাধারণত একটি দোয়া পড়ে থাকি। সে আমাদের সবার কাছে পরিচিত এবং এতে আমরা অভ্যস্ত। দোয়াটি হলো-
আরবি :

سُبحانَ ربِّيَ الأعلَى

উচ্চারণ : সুবহানা রাব্বিয়াল আ’লা

অর্থ : আমার প্রতিপালক সুমহান ও পবিত্র। (সাহিহুল জামি, হাদিস : ৪৭৩৪)

রুকু ও সিজদার বিশেষ একটি তাসবিহ

রুকু ও সিজদায় বিশেষ একটি দোয়া পড়া ভালো। এটি আল্লাহর রাসুল (সা.)-এর সুন্নতও বটে।

আয়েশা (রা.) থেকে বর্ণিত হাদিসে তিনি বলেন, 'নবী (সা.) রুকু ও সিজদায় এ দোয়া পড়তেন।' (বুখারি, হাদিস : ৭৯৪)

আরবি:

سبحانك اللهم ربنا وبحمدك، اللهم اغفرلي

উচ্চারণ : সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়াবিহামদিকা, আল্লাহুম্মাগফিরলি।

অর্থ : হে আমাদের রব আল্লাহ, আপনার পবিত্রতা বর্ণনা করছি এবং আপনার প্রশংসা করছি। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন।

আল্লাহ তাআলা আমাদের উত্তমভাবে ও যথাসময়ে নামাজ আদায় করার তাওফিক দান করুন এবং আমাদের সর্বোত্তম বিনিময় দিন।